অক্টোবরে দেশে আসছে আরও ৪টি রাফালে বিমান

ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ভারত ৩৬টি রাফাল যুদ্ধ বিমানের চুক্তি করেছিল। তার মধ্যে পাঁচটি ভারতে চলে এসেছে। চলতি বছরেই আরও চারটি রাফাল বিমান ভারতে আসবে বলে জানা গিয়েছে। অক্টোবরে আরও চারটি রাফাল বিমানের ভারতে আসার কথা রয়েছে বলে জানা গিয়েছে। 

 

নয়াদিল্লি:  ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ভারত ৩৬টি রাফাল যুদ্ধ বিমানের চুক্তি করেছিল৷ তার মধ্যে পাঁচটি ভারতে চলে এসেছে৷ চলতি বছরেই আরও ৪টি রাফাল বিমান ভারতে আসবে বলে জানা গিয়েছে। অক্টোবরে আরও চারটি রাফাল বিমানের ভারতে আসার কথা রয়েছে বলে জানা গিয়েছে। 

আরও  পড়ুন- জিএসটি'র ঘাটতি মেটানোর দায় নেবে না কেন্দ্র, সবই ঈশ্বরের হাত! ঘোষণা সীতারমনের

মে মাসেই ফ্রান্স থেকে রাফাল বিমান আসার কথা ছিল৷ কিন্তু করোনা আবহের জন্য সেটা কিছুটা পিছিয়ে যায়৷ ২৯ জুলাই সেই যুদ্ধবিমানগুলি ভারতে আসে। হরিয়ানার আম্বালা সেনা ঘাঁটিতে সেই যুদ্ধ বিমানগুলি রয়েছে৷ আগামী ১০ সেপ্টেম্বর ওই যুদ্ধ বিমানগুলিকে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে৷ বায়ু সেনার থেকে জানা গিয়েছে, রাফাল লাদাখে রাখা হবে৷ জানা গিয়েছে, এখন হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় সেই প্রস্তুতি চালাছে যুদ্ধবিমানগুলি৷ রাতের বেলা পাহাড়ি এলাকায় নজরদারি চালানোর প্রস্তুতি নিচ্ছেন পাইলটরা৷ প্রয়োজন হলে কীভাবে, মিসাইল ছুড়তে হবে শত্রু ঘাঁটিতে তার প্রশিক্ষণও চলছে৷

আরও পড়ুন- স্বাভাবিকের পথে বিমান পরিষেবা, খাবার-পানীয়ের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বায়ুসেনা সূত্র জানাচ্ছে, রাফালের বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মেটিওর মিসাইল ও এয়ার-টু-গ্রাউন্ড স্কাল্প মিসাইলের পরীক্ষা করা হচ্ছে৷ ১৫৯৭ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণরেখা জুড়ে রাতের বেলা কড়া পাহাড়া দেবে রাফাল৷ মিসাইল-যুক্ত হয়েই টহলদারি চালাবে যুদ্ধবিমান৷ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী বিমান হল রাফাল৷  টন ওজনের রাফালের রেঞ্জ ৩৭০০ কিলোমিটার। শব্দের থেকে দ্রুত গতিতে রাফাল ছুটতে পারে। প্রায় ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁত টার্গেট করতে পারে। প্রতিটি মেটিওর মিসাইলের দাম ২০ কোটি টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eight =