শ্রীলঙ্কা বিস্ফোরণে নিহত চার ভারতীয়, যোগাযোগ রাখাছেন মুখ্যমন্ত্রী

চেন্নাই: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন চারজন ভারতীয়। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এক ট্যুইটে জানান, লক্ষ্মী, নারায়ণ চন্দ্রশেখর ও রমেশ নামে তিন ভারতীয় এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। এর কিছুক্ষণের মধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, শ্রীলঙ্কার বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক কেরলবাসীরও। তাঁর নাম পিএস রাসিনা (৫৮)। কাসারগোড়ের ওই বাসিন্দার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ

শ্রীলঙ্কা বিস্ফোরণে নিহত চার ভারতীয়, যোগাযোগ রাখাছেন মুখ্যমন্ত্রী

চেন্নাই: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন চারজন ভারতীয়। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এক ট্যুইটে জানান, লক্ষ্মী, নারায়ণ চন্দ্রশেখর ও রমেশ নামে তিন ভারতীয় এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।

এর কিছুক্ষণের মধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, শ্রীলঙ্কার বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক কেরলবাসীরও। তাঁর নাম পিএস রাসিনা (৫৮)। কাসারগোড়ের ওই বাসিন্দার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি ওই বিস্ফোরণের নিন্দা করে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ইস্টারের দিন বিস্ফোরণ হওয়া সাম্প্রদায়িক অসহিষ্ণুতারই প্রমাণ।’ এই ধরনের সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বিশ্বকে রক্ষা করার আহ্বান জানান বিজয়ন।

এদিকে শ্রীলঙ্কা বিস্ফোরণের কড়া সমালোচনা করল তামিলনাড়ুর রাজনৈতিক মহল। ওই বিস্ফোরণে তামিলনাড়ুবাসীর মনেও প্রভাব পড়েছে বলে তারা দাবি করেছে। রবিবার শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে ১৬০ জন নিহত হন। তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে বিবৃতি প্রকাশ করে এই ঘটনার কড়া নিন্দা করেছে। তারা বলেছে, ‘এই বিস্ফোরণের আমরা কড়া নিন্দা করছি।’ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দলের শীর্ষস্থানীয় দুই নেতা ও পনিরসেলভম এবং কে পালানিসস্বামী বলেন, ‘যে ভাইবোনেরা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি। এছাড়া বিস্ফোরণে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 1 =