স্বাধীনতা দিবসের আগেই রাম মন্দিরের ভূমিপুজো, মোদিকে আমন্ত্রণ

স্বাধীনতা দিবসের আগেই রাম মন্দিরের ভূমিপুজো, মোদিকে আমন্ত্রণ

895b9918d20a2b0ba65f6020fd13081c

 

লখনউ: করোনা আতঙ্কে জেরবার গোটা দেশ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ কিন্তু করোনা মহামারীর আবহে সাধারণ জনতা যখন আতঙ্কে, তখন রাম মন্দির নির্মাণে কোনও ত্রুটি রাখতে চাইছে না ট্রাস্ট কর্তৃপক্ষ৷ প্রধানমন্ত্রী অনুমতি দিলে স্বাধীনতা দিবসের আগেই শুরু হয়ে যেতে পারে রাম মন্দির নির্মাণের কাজ৷ করোনা আবহে আজ ট্রাস্টের তরফ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

স্বাধীনতা দিবসের আগেই কি রাম মন্দির নির্মাণের ভূমিপুজো হবে? ভূমিপুজোর জন্য ৩  কিংবা ৫ আগস্ট প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ট্রাস্টের তরফ৷ প্রধানমন্ত্রীযে দিন সময় দেবেন, সেই দিন ভূমিপুজো করা হবে৷ অযোধ্যা রাম মন্দির নির্মাণ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে৷ এই বিষয়ে ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ১৬০ ফুট উঁচু মন্দির বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ লারসেন অ্যান্ড টু ব্রো সংস্থাকে দিয়ে পাথর কাটানোর কাজ করা হবে৷  সম্পরা পরিবার এই কাজে তদারকি করবে৷ অকল্পনীয় মন্দির নির্মাণ করা হবে বলেও জানানো হয়েছে৷

রাম মন্দির ট্রাস্ট বোর্ড আজ বৈঠকে বসে৷ জানা গিয়েছে, এই বৈঠকে মন্দির গঠনের রূপরেখা তৈরি হয়৷ রামমন্দির ট্রাস্ট বোর্ডের সদস্যদের এটাই প্রথম বৈঠক বলে জানা গিয়েছে৷ সু্প্রিম কোর্টের তরফে এই রাম মন্দির তৈরি ট্রাস্ট গঠনের নির্দেশ দিয়েছিল৷ এই ট্রাস্টের কাজ হল মন্দির গঠনের কাজ তদারকি করা৷ সংক্রমণের জেরে ইতিমধ্যে মন্দির গঠনের কাজ শুরু করতে দেরি হয়ে গিয়েছে৷ গোটা উত্তর প্রদেশেরজুড়ে করোনা সংক্রমাণ বাড়লেও মন্দির গঠনের কাজ কোনও ভাবেই থামবে না বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *