রেস্টলিং-এর রিং থেকে রাজনীতির ময়দান, BJP যোগ দিলেন ‘দ্য গ্রেট খালি’

রেস্টলিং-এর রিং থেকে রাজনীতির ময়দান, BJP যোগ দিলেন ‘দ্য গ্রেট খালি’

fcafe3591e3beeea8007a3a007203fcb

নয়াদিল্লি: তিনি আক্ষরিক অর্থেই ‘হেভিওয়েট’৷ রেস্টলিং-এর রিং ছেড়ে এবার গেরুয়া হলেন ‘দ্য গ্রেট খালি’৷ বৃহস্পতিবার দুপুর ১টায় দিল্লিতে বিজেপি’র সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন প্রাক্তন ডব্লিউডব্লিউই তারকা দলীপ সিং রানা৷ দ্য গ্রেট খলিকে দলে পেয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা জিতেন্দ্র সিং৷ 

আরও পড়ুন- অফিস রুম থেকে বৈঠক সর্বক্ষণের সঙ্গী, বসে পাশের চেয়ারেই, রতন টাটাকে ‘দত্তক’ নিয়েছিল গোয়া!

৪৯ বছরের খালি পঞ্জাবের ধিরায়নার বাসিন্দা৷ ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্ট (WWE)-এ ভারতের সবচেয়ে সফল কুস্তিগীর দ্য গ্রেট খালির রাজনৈতিক অভিষেকে উচ্ছ্বসিত তাঁর ভক্তরাও৷ তবে বিজেপি’র সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয়৷ এর আগে বিজেপি’র হয়ে বাংলাতেও ভোট প্রচারে এসেছেন এই কুস্তিগীর৷ ২০১৯ সালে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার হয়ে প্রচারে দেখা যায় খালিকে।  তাঁকে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দিয়েছিলেন অনুপম৷ এমনকী ফেসবুক লাইভেও এসেছিলেন এই কুস্তিগীরের সঙ্গেই৷ 

এদিন দলীপ সিং রানাকে আনুষ্ঠানিকভাবে বিজেপি’তে বরণ করে নেওয়ার পরেই জিতেন্দ্র সিং বলেন, দ্য গ্রেট খালি আমাদের দলে যোগ দেওয়ায় দেশের তরুণরা অনুপ্রাণিত হবে।” অন্যদিকে, বিজেপি’তে নাম লেখানোর পর খালি বলেন, ‘‘বিজেপি’তে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত৷ আমি মনে করি দেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজ করেছেন, তা তাঁকে যোগ্য প্রধানমন্ত্রী করে তুলেছে৷ তাই আমি ভাবলাম দেশের উন্নতির স্বার্থে এই সরকারের অংশ হয়ে উঠি না কেন। বিজেপি-র জাতীয় নীতির দ্বারা অনুপ্রাণিত হয়েই দলে যোগদান করেছি।’’

২০০৬ সালে ডব্লিউডব্লিউই-র দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে ‘দ্য গ্রেট খালি’র৷ ২০০৭ সালে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি৷ জিতেছেন স্ল্যামি অ্যাওয়ার্ড৷ বিশালাকৃতি এই কুস্তিগীর বিশ্বমঞ্চে বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছে৷  তাবড় তাবড় পালোয়ানদের হারিয়ে সাফল্যের শিখড়ে পৌঁছন পাঞ্জাব দা পুত্তর৷ খালির উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি৷ ওজন ১৯০ কেজি৷ একাধিক হলিউড ছবিতে তাঁকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে৷ দেখা গিয়েছে বলিউডেও৷ ‘বিগ বসে’র ঘরেও এন্ট্রি হয়েছিল তাঁর৷ ডব্লিউডব্লিউই-তে নামর আগে তিনি ছিলেন পঞ্চাব পুলিশের এসআই৷ এবার তাঁকে দেখা যাবে সক্রিয় রাজনীতির ময়দানে৷ সেখানেও তিনি বিরোধীদের মাত করেন কিনা, সেটাই দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা৷ 

খালির আরও একটি দিক রয়েছে৷ ১৯৯৫-৯৬ সালে মি. ইন্ডিয়া খেতাব জিয়েছিলেন তিনি৷ খালির বাবার নাম জ্বালা রাম এবং মা তণ্ডী দেবী। খালিরা ছিলেন সাত ভাইবোন। তাঁর বাবা-মায়ের উচ্চতা স্বাভাবিক হলেও, তাঁর দাদু ছিলেন ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা৷ ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি হরমিন্দর কৌরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন খালি৷ জানা যায় তাঁর ‘রিং নেম’ খালি আসলে মা কালীর নাম থেকে অনুপ্রাণিত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *