সঙ্কটজনক ভারতরত্ন প্রণব! ঈশ্বর আমাকে শক্তি দিন, ভেঙে পড়লেন কন্যা-শর্মিষ্ঠা

সঙ্কটজনক ভারতরত্ন প্রণব! ঈশ্বর আমাকে শক্তি দিন, ভেঙে পড়লেন কন্যা-শর্মিষ্ঠা

 নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন না ভারত-রত্ন প্রণব৷ শরীরে রক্তসঞ্চালনে উন্নতি হলেও  মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে বলে খবর৷ এখনও তিনি ভেন্টিলেশনে রয়েছে৷ আজ বুধবার সকালে দিল্লি সেনা হাসপাতালের বুলেটিনে প্রণব মুখোপায়ের শারীরিক অবস্থার খবরে উদ্বেগ তৈরি হয়েছে৷

অন্যদিকে, মানসিক ভাবে কার্যত ভেঙে পড়েছেন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে তথ্য কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ টুইটারে লিখেছেন, ‘‘গত বছর ৮ আগস্ট ছিল আমার জীবনের অন্যতম খুশির দিন৷ কারণ আমার বাবা ভারতরত্ন সম্মান পেয়েছিলেন৷ ঠিক এক বছর পর ১০ আগস্ট তিনি গুরুতরভাবে অসুস্থ হলেন৷ আশা করি ঈশ্বর সেটাই করবেন, যেটা তার জন্য সবথেকে ভাল হয়৷ ঈশ্বর আমাকে শক্তি দিন, যাতে আনন্দ, দুঃখ দু’টি সমান ভাবে গ্রহণ করতে পারি৷ এই সময়ে যাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি৷’’

১০ আগস্ত রাতেই অস্ত্রোপচার হয় প্রাক্তন রাষ্ট্রপতির৷ ৯ আগস্ট রাতে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি৷ রক্তপাত না হলেও, সোমবার সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তাঁর। এর পরেই চিকিৎসকের পরামর্শে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি করা হয় তাঁকে৷ এমআরআই স্ক্যানে দেখা যায়, মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ সেই সঙ্গে তাঁর কোভিড পরীক্ষাও করা হয়৷ রিপোর্ট পজেটিভ আসে৷ ৮৪ বছরের এই বর্ষীয়ান নেতাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ চিকিৎসায় সাড়া দিলেও, তিনি এখনও বিপন্মুক্ত নয় বলেই হাসপাতাল সূত্রে খবর৷ প্রতি ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থায় বুলেটিন প্রকাশ করা হচ্ছে৷

২০১২ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা৷ ২০১৭ পর্যন্ত তিনি ছিলেন রাইসিনা হিলসের বাসিন্দা৷ ১০ আগাস্ট অস্ত্রোপচারের আগে হাসপাতাল থেকেই একটি টুইট করেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ গত এক সপ্তাহে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি৷ প্রণব মুখোপাধ্যায় টুইট করে বলেন, ‘‘অন্য একটি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলাম৷ কিন্তু আজ আমার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে৷ গত এক সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কোভিড টেস্ট করানোর অনুরোধ জানাচ্ছি৷’’

প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থতার খবরে দলের অন্দরেও উদ্বেগ বাড়ছে৷ তাঁর সুস্থতা কামনা করে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ অন্যান্য নেতারা। এছাড়াও তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ গতকাল তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *