সেনার ‘অপব্যবহার’ রুখতে কমিশনের দ্বারস্থ প্রাক্তন নৌ সেনা প্রধান

পুলওয়ামার জঙ্গি হানা হোক বা পাক অধিকৃত কাশ্মীরে ভারতের এয়ার স্ট্রাইক কিংবা পাকিস্তানের পাল্টা হানার মতো বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা বড্ড বেশি হচ্ছে বলে মনে করেন প্রাক্তন নৌ সেনা প্রধান অ্যাডমিরাল এল রামদাস। তিনি বলেন, এ ধরনের বিষয় নিয়ে যাতে রাজনীতি না হতে পারে তা দেখা উচিত নির্বাচন কমিশনের৷ দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরাকে

সেনার ‘অপব্যবহার’ রুখতে কমিশনের দ্বারস্থ প্রাক্তন নৌ সেনা প্রধান

পুলওয়ামার জঙ্গি হানা হোক বা পাক অধিকৃত কাশ্মীরে ভারতের এয়ার স্ট্রাইক কিংবা পাকিস্তানের পাল্টা হানার মতো বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা বড্ড বেশি হচ্ছে বলে মনে করেন প্রাক্তন নৌ সেনা প্রধান অ্যাডমিরাল এল রামদাস।

সেনার ‘অপব্যবহার’ রুখতে কমিশনের দ্বারস্থ প্রাক্তন নৌ সেনা প্রধানতিনি বলেন, এ ধরনের বিষয় নিয়ে যাতে রাজনীতি না হতে পারে তা দেখা উচিত নির্বাচন কমিশনের৷ দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরাকে লেখা চিঠিতে প্রাক্তন নৌ সেনা প্রধানের মন্তব্য, আর কয়েক সপ্তাহ বাদেই নির্বাচন। এই পরিস্থিতিতে কোনও রাজনৈতিক দল যাতে এমন কোনও কাজ করতে না পারে যাতে ভোটাররা প্রভাবিত হয়, তা দেখা উচিত। দু’পাতার চিঠিতে রামদাস লিখেছেন, সেনা বাহিনীর কাছে নিজেদের অরাজনৈতিক এবং ধর্ম নিরপেক্ষ পরিচয় গর্বের বিষয়। আর এখন যা চলছে তাতে দেশের দায়িত্বশীল নাগরিক ও সশস্ত্র বাহিনীর গর্বিত প্রাক্তনী হিসেবে আমি উদ্বেগের কথা তুলে ধরতেই চিঠি লিখেছি৷ চিন্তা আরও বাড়িয়ে বাহিনীর সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের ছবি দেখা যাচ্ছে৷ এসবের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *