নয়াদিল্লি: দিল্লির হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সদস্য উমর খালিদকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ উমর খালিদকে গ্রেফতারের পর তাঁকে গোটা ঘটনার অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।
আরও পড়ুন- এ যেন আর এক দশরথ মাঝি, গ্রামের সুবিধার্থে জলাশয় খনন করলেন ব্যক্তি
গত ফেব্রুয়ারি মাসে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে দিল্লির শাহিনবাগে শুরু হয় জোড়তোড় আন্দোলন৷ ওই আন্দোলন চলাকালীন, উমর সেখানে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ। ওই গোষ্ঠী সংঘর্ষে ৫৩ জনের মৃত্যু হয়৷ আহত হন ৫৮১ জন৷ দিল্লি হিংসার ঘটনায় উমর খালিদকে গত দু’মাসে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ গত ১ অগাস্টও উমরকে এক দফা জেরা করা হয়েছিল৷ রবিবার ফের উমর খালিদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সকাল থেকে টানা ১১ ঘণ্টা জেরার পর, রাতে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। দিল্লি পুলিশের অভিযোগ, আম আদমি পার্টি (আপ)-র প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে হাত মিলিয়েই দাঙ্গার ছক কষেছিলেন উমর খালিদ৷
বিরোধীদের আপত্তি সত্ত্বেও গত বছর ডিসেম্বর মাসে সংসদে সংশোধিত্ব নাগরিকত্ব আইন পাশ করায় নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গর্জে ওঠে উত্তর-পূর্ব দিল্লি। আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে শাহিনবাগ৷ অন্যান্য এলাকা জুড়েও সিএএ বিরোধী আন্দোলনের ঝড় ওঠে৷ অভিযোগ, চলতি বছর ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালেও পথে নেমে আন্দোলন করার জন্য দিল্লিবাসীকে উস্কানি দিয়েছিলেন উমর৷
আরও পড়ুন- মাসে ৩ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র, কীভাবে মিলবে সুবিধা?
এছাড়াও ২০১৬ জেএনইউ-র ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ছাত্র ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট কানহাইয়া কুমারের সঙ্গে মিলে ভারত বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে উমর খালিদের বিরুদ্ধে৷ তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রুজু করা হয়৷ এই ঘটনায় ২০১৯ সালে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ৷
জানা গিয়েছে, গত ৩ অগাস্ট পুলিশি জেরায় বরখাস্ত আপ কাউন্সিসর তাহির হুসেন নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন৷ তিনি জানান, দাঙ্গায় যত বেশি সম্ভব কাঁচের বোতল, পেট্রোল, অ্যাসিড এবং পাথর জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে৷