শ্রীনগর: লোকসভা নির্বাচনের আগেই আগামী রবিবার নিজের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণ করতে চলেছেন প্রাক্তন আইএএস আধিকারিক শাহ ফয়জল৷ শনিবার শাহ ফয়জল জানান, রবিবার জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের রাজবাগের গিনদুন ময়দায় আত্মপ্রকাশ করতে চলেছে জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস মভমেন্ট৷
কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে শাহ ফয়জল বলেন, আরবিআই, সিবিআই ও এনআইএ মতো প্রতিষ্ঠানগুলির সর্বনাশ করে ছেড়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে গোটা দেশ আজ বিপন্ন। এমন পরিস্থিতির থেকে দেশকে তুলে ধরার জন্য তাঁর রাজনীতিতে আসা বলে জানিয়েছেন তিনি।
২০১০ সালে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইএএস আধিকারিক হন শাহ ফয়জল। চলতি মাসের জানুয়ারিতে নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি। নির্বিচারে কাশ্মীরিদের উপর হামলার প্রতিবাদ এই ইস্তফা বলে জানিয়েছেন শাহ ফৈজল। এরপর থেকে দুর্নীতিমুক্ত, স্বচচ্ছ ব্যবস্থা গড়ে তোলার জন্য রাজ্যের যুব সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। এরপরেই দল তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি৷