শ্রীনগর: লক্ষ্য কাশ্মীর ইস্যুর সমাধান। উপত্যকায় নিরন্তর হিংসার প্রতিবাদে সিভিল সার্ভিসের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন জানুয়ারিতে। রবিবার শ্রীনগরে নতুন রাজনৈতিক দলের সূচনা করলেন শাহ ফয়জল। নাম রাখলেন জম্মু অ্যান্ড কাশ্মীর পিপল’স মুভমেন্ট।
প্রাক্তন আইএএস অফিসারের এই সভায় কাশ্মীরের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে তাঁর সমর্থকেরা যোগ দিলেন। ফয়জলের এই নতুন দলে যোগ দিয়েছেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা শেহলা রশিদ, প্রখ্যাত ব্যবসায়ী ফিরোজ পীরজাদা, বলদেব সিং রায়না সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
কেন রাজনীতিতে আসার সিদ্ধান্ত? ফয়জলের দাবি, গত ৭০ বছরে বেহাল দশা ছাড়া আর কিছুই চোখে পড়েনি। আমাদের উদ্দেশ্য হল রাজ্যকে এক নয়া রাজনৈতিক দিশা দেখানো। আমাদের এই দল কোনও বিশেষ অঞ্চল বা ধর্মের ভিত্তিতে গঠিত হয়নি। আমি বন্ধুত্বের বার্তা পাঠাতে চাই। কাশ্মীরি পণ্ডিতদের সসম্মানে প্রত্যাবর্তন ছাড়া আমাদের এই রাজনীতি অসম্পূর্ণ। জম্মু ও কাশ্মীরের অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।
যদিও তা নিয়ে ভাবিত নন ফয়জল। প্রাক্তন এই আইএএস অফিসার বলছেন, নতুন চিন্তাভাবনাকে সব সময় সমালোচনার মুখে পড়তে হয়। আমরা অল্প বয়সিদের জন্য একটি মঞ্চ তৈরি করেছি। আগে যারা সমর্থন করছিল, এখন তারা আরএসএস ও বিজেপির এজেন্ট বলে দোষারোপ করছে। আমি মাঝেমধ্যেই ইমরান খান ও অরবিন্দ কেজরিওয়ালের উদাহরণ দিই। কারণ বিশ্বাসের জায়গা থেকে তাঁরা সরে যাননি। ২২ বছর পর ইমরান খান নির্বাচনে জয়ী হয়েছেন। তবে তাঁকে সেনার লোক বলা হচ্ছে।