হাত-ছাড়া হাইপ্রোফাইল নেত্রী! কংগ্রেস ছেড়ে বিজেপিতে দক্ষিণী অভিনেত্রী খুশবু সুন্দর

হাত-ছাড়া হাইপ্রোফাইল নেত্রী! কংগ্রেস ছেড়ে বিজেপিতে দক্ষিণী অভিনেত্রী খুশবু সুন্দর

নয়াদিল্লি: কংগ্রেসের হাত ছেড়ে পদ্মবনে ‘খুশবু’ ছড়াতে গেলেন তামিল অভিনেত্রী খুশবু সুন্দর৷ কংগ্রেস থেকে পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই গেরুয়া শিবিরে যোগ দিলেন কংগ্রেসের এই হাইপ্রোফাইল নেত্রী৷ কংগ্রেস থেকে পদত্যাগ, মুখপাত্র থেকে তাঁকে সরিয়ে দেওয়া, বিজেপিতে খুশবুর যোগদান এই সব ঘটনাই ঘটে গেল মাত্র কয়েকঘন্টার মধ্যেই৷ সোমবার সকালেই কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি৷ চিঠিতে দলের প্রতি উষ্মা প্রকাশ করেন অভিনেত্রী৷  তাঁর মতে, দলের জন্য যারা সত্যিই কাজ করে তাদের দলে দাবিয়ে রাখা হচ্ছে৷ কংগ্রেসের অন্যতম মুখপত্র ছিলেন অভিনেত্রী খুশবু সুন্দর৷ সোমবার সনিয়া গান্ধীকে পাঠানো খুশবুর চিঠি প্রকাশ্যে আসার পরই তার গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জোর জল্পনা শুরু হয়৷

সনিয়া গান্ধীর কাছে চিঠি পৌঁছনোর পর এআইসিসির মুখপত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয় খুশবু সুন্দরকে৷ এরপরেই আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু বিজেপির সাধারণ সম্পাদক সি টি রবির হাত ধরে বিজেপিতে যোগ দেন অভিনেত্রী৷ সনিয়া গান্ধীকে লেখা খুশবু সুন্দরের চিঠি থেকে স্পষ্ট যে দলের জন্য কাজ করেও সেরকমভাবে গুরুত্ব পাচ্ছিলেন না তিনি৷ সনিয়া গান্ধীতে পাঠানো চিঠিতে তিনি লেখেন, দলের উঁচু পদে এমন লোকেরা বসে রয়েছেন যাঁদের সঙ্গে বাস্তব পরিস্থিতি বা দলের তৃণমূল স্তরে কোনও যোগাযোগ নেই৷ এমনকি সাধারণ জনতাও তাদের চেনে না। আর যাঁরা দলের জন্য সত্যিই কাজ করছেন, তাঁদের দাবিয়ে রাখা হচ্ছে৷

শনিবার অভিনেত্রীর করা একটি টুইটে তাঁর দল ছাড়ার ইঙ্গিত পাওয়া যায়। সেখানে তিনি বলেছিলেন, অনেকেই তাঁর মধ্যে পরিবর্তন লক্ষ্য করছেন। তিনি আরও লেখেন  বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে হয়। অনেকেই পরিবর্তন পছন্দ করেন, অনেকে আবার অপছন্দও করেন।

আগামী বছরই তামিলনাড়ুতে বিধানসভা ভোট৷ তার আগে খুশবু সুন্দরের বিজেপির হাত ধরা রীতিমত চাপে ফেলবে কংগ্রেসকে৷ অন্যদিকে দক্ষিণী এই অভিনেত্রীকে নির্বাচনে বড় কাজে লাগাতে গেরুয়া শিবির এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ৷ প্রসঙ্গত ২০১৪ সাল থেকে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন খুশবু সুন্দর। ২০১৮-য় তেলেঙ্গানার নির্বাচনে কংগ্রেসের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =