গ্রেফতার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, হল না লালু-রাবড়ী মডেল

গ্রেফতার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, হল না লালু-রাবড়ী মডেল

রাঁচি: ঝাড়খণ্ডের রাজনীতিতে টানটান উত্তেজনা৷ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেই গ্রেফতার হেমন্ত সরেন। বুধবার রাত সওয়া ১০টা নাগাদ রাজভবন থেকে সোজা ঝাড়খণ্ডে ইডির কার্যালয়ে হেমন্তকে নিয়ে যান তদন্তকারী অফিসাররা। জল্পনা ছিল হেমন্ত সোরেনের জায়গায় মুখ্যমন্ত্রী পদে বসবেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় হেমন্তেরই পরিবার৷  পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ডাক পড়ে রাজ্যের পরিবহন মন্ত্রী চম্পাই সরেনের৷ তাঁকে মনোনীত করেছেন শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সিংহভাগ বিধায়ক। হেমন্ত সরেনের বিরুদ্ধে রাঁচির সরকারি জমি আত্মসাতের অভিযোগ ওঠার পর মামলা দায়ের করে সিবিআই। এই মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে তদন্তে নামে আরও এক কেন্দ্রীয় এজেন্সি ইডি। মঙ্গলবার আচমকাই উধাও হয়ে যান মুখ্যমন্ত্রী৷ বুধবার তাঁর হদিশ মেলে৷ অবশেষে গ্রেফতার করা হয় সোরেনকে৷ তার আগে রাজভবনে গিয়ে ইস্তফা দেন তিনি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *