টিকাকরণে গতি আনতে শীঘ্রই ভারতে আসছে ফাইজার-মডার্না

টিকাকরণে গতি আনতে শীঘ্রই ভারতে আসছে ফাইজার-মডার্না

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশজুড়ে ত্রাহি রব৷ এরই মধ্যে রয়েছে ভ্যাক্সিনের আকাল৷ অক্সফোর্ড সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেক-আইসিএমআ-এর কোভ্যাক্সিনের পাশাপাশি ছাড়পত্র দেওয়া হয়েছে রাশিয়ার স্পুটনিক ভি-কে৷ দেশে টিকাকরণ আরও ত্বরাণ্বিত করতে ফাইজার ও মডার্নার মতো বিদেশি ভ্যাকসিনের পথ প্রশস্ত করার উদ্যোগ নিল কেন্দ্র৷ এই টিকার ট্রায়ালের প্রয়োজনীয়তা নেই বলে জানানো হল৷ 

আরও পড়ুন- এক ধাক্কায় অনেকটাই সস্তা হল গ্যাসের দর, কলকাতায় কত? জেনে নিন

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) জানিয়েছেন, জরুরি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট দেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত বিদেশী টিকার ভারতে ট্রায়ালের প্রয়োজন হবে না৷ দেশে টিকাকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে দ্রুত ভ্যাকসিন কেনার জন্যই এই পদক্ষেপ৷ আগামী জুলাই মাসের মধ্যে কিছু টিকার বন্দোবস্ত করা সম্ভব বলে জানিয়েছিল ফাইজার৷ পাশাপাশি ভারতে টিকা উৎপাদনের ক্ষেত্রে আর্থিক ক্ষতি এড়াতে সরকারি সুরক্ষা চাইছে উাইজার৷ এর পরেই কেন্দ্রের তরফে জানানো হয়, এই বিষয়ে নিয়মবিধি খতিয়ে দেখা হচ্ছে৷ প্রয়োজনে আন্তর্জাতিক পদ্ধতিতে আর্থিক ও আইনি সুরক্ষা দেওয়া হবে টিকা সংস্থাগুলিকে৷ জুলাই মাসে ভারতে ১ কোটি ডোজ সরবরাহ করবে বলে জানা গিয়েছে৷ 
 

ট্রায়াল নিয়ে ডিসিজিআই-এর একটি চিঠিতে বলা হয়েছে, বিদেশি সংস্থাগুলি নির্দিষ্ট দেশ বা স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ভারতে তাদের টিকার ট্রায়ালের প্রয়োজন নেই৷ ডিসিজিআই প্রধান ভিজি সোমানি বলেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে টিকাকরণের বিপুল চাহিদা বিবেচনা করেই বিদেশি টিকার ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে৷ এটি রেকমেন্ট করেছে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯ NEGVAC৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *