আলোচনায় কাশ্মীর, চিন থেকে পাকিস্তানকে বার্তা বিদেশমন্ত্রীর

তিন দিনের চিন সফরে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর৷ দ্বিতীয় বার মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতীয় কোন মন্ত্রীর এই প্রথম চিন সফর৷ আর প্রথম সফরেই বাজিমাত বিদেশমন্ত্রীর৷ বিদেশ সফরের প্রথম দিনেই বেজিং পৌঁছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানের সঙ্গে বৈঠক করেন৷ সেখানে জয়শঙ্করে নাম না করে পাকিস্তানকে বার্তা পাঠিয়ে উপমহাদেশে শান্তির পরিবেশ

আলোচনায় কাশ্মীর, চিন থেকে পাকিস্তানকে বার্তা বিদেশমন্ত্রীর

তিন দিনের চিন সফরে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর৷ দ্বিতীয় বার মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতীয় কোন মন্ত্রীর এই প্রথম চিন সফর৷ আর প্রথম সফরেই বাজিমাত বিদেশমন্ত্রীর৷

বিদেশ সফরের প্রথম দিনেই বেজিং পৌঁছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানের সঙ্গে বৈঠক করেন৷ সেখানে জয়শঙ্করে নাম না করে পাকিস্তানকে বার্তা পাঠিয়ে উপমহাদেশে শান্তির পরিবেশ তৈরির পক্ষে সওয়াল করেন৷ জঙ্গি মোকাবিলায় চিনের সহযোগিতা চান তিনি৷ জঙ্গি দমন ও  উপমহাদেশে শান্তির পক্ষে সওয়াল করলেও জম্মু কাশ্মীর ইস্যুতে কোনও আলোচনা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি৷

এক সপ্তাহ আগেই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে দিয়েছে কেন্দ্র। জম্মু কাশ্মীর লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা দেওয়া হয়েছে৷ জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ এরপর ভারতের বিদেশ মন্ত্রীর চিন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষক মহল৷ মনে করা হচ্ছে, ওই বৈঠকে জম্মু-কাশ্মীর ও লাদাখ ইস্যু তুলতে পারে চিন৷ কারণ, লাদাখ নিয়ে চিনের যথেষ্ট উদ্বেগ আছে৷ যদিও নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, কাশ্মীর নিয়ে সিদ্ধান্তের অনেক আগেই জল সংকটের এই পরিকল্পনা আগেই চূড়ান্ত হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *