সাফ জিতে ‘অন্য পতাকায়’ সেলিব্রেশন মণিপুরী ফুটবলারের, বিতর্ক

সাফ জিতে ‘অন্য পতাকায়’ সেলিব্রেশন মণিপুরী ফুটবলারের, বিতর্ক

0386ee1a8f05aaa8b8c849a64a934e08

কলকাতা: কিছুদিন আগেই ফিফা ক্রমতালিকাতে বিশ্বের ১০০ দেশের মধ্যে ঢুকে পড়েছে দেশ। আর মঙ্গলবার কুয়েতকে ফাইনালে হারিয়ে নবম সাফ কাপটাও ঘরে তুলে নিয়েছে ভারত। গতকালের সেলিব্রেশন যে অন্যরকমই ছিল তা বলাই বাহুল্য। কিন্তু তাল কাটল এক জায়গায়। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের জাতীয় পতাকা গায়ে না তুলে মণিপুরের পতাকা গায়ে জড়িয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন ভারতীয় ফুটবল তারকা জ্যাকশন সিং। কিন্তু কেন করলেন তিনি এমন? আসলে গত দু’মাস ধরে অশান্তি আর হিংসার আগুনে জ্বলছে মণিপুর। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের বলি হয়েছেন অনেক রাজ্যবাসী। জ্যাকশন নিজে মেইতেই সম্প্রদায়ের। তাই তাঁর গায়ে ছিল এই পতাকা। 

মণিপুরে যে হিংসার ঘটনা লাগাতার ঘটে চলেছে তার প্রতিবাদেই এই পতাকা নিজের গায়ে জড়িয়েছিলেন জ্যাকশন সিং। তবে তাঁর এই কাণ্ড দেখে অনেক নেটিজেন যেমন তাঁকে সমর্থন করেছেন, আবার অনেকেই প্রতিবাদ জানিয়েছেন ফুটবলারের বিরুদ্ধে। তাদের বক্তব্য, ভারত চ্যাম্পিয়ন হয়েছে, এই রকম একটা সময়ে তিনি ওইভাবে প্রতিবাদ নাও জানাতে পারতেন। যেখানে সকলের ভারতীয় পতাকা নিয়ে উল্লাস করছেন, সেখানে তিনি একটি সম্প্রদায়ের পতাকা কেন গায়ে তুলবেন, এই প্রশ্ন উঠেছে। 

তবে অধিকাংশ মানুষ জ্যাকশনের পাশেই দাঁড়িয়েছেন। যদিও জ্যাকশন নিজে সোশ্যাল মাধ্যমে বার্তা দিয়ে জানান, তিনি শুধু এই বার্তা দিতে চেয়েছিলেন যে মণিপুরে যেন আর লড়াই না হয়। শান্তি ফেরে। এই পতাকা গায়ে জড়িয়ে সেলিব্রেট করে তিনি কারও ভাবাবেগে আঘাত করতে চাননি। এই জয় তিনি সকল ভারতীয়কে উৎসর্গ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *