নয়াদিল্লি: দ্বিতীয় দফায় কেন্দ্র সরকারের আর্থিক প্যাকেজের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ শুরুতেই পরিশ্রমী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একগুচ্ছ ঘোষণা করার জানিয়েছেন অর্থমন্ত্রী৷
অর্থমন্ত্রী জানান, তিন কোটি কৃষকের কৃষি ঋণ তিন মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে৷ মোরাটোরিয়াম পদ্ধতিতে এই ছাড় দেয়া হবে৷ ২৫ লক্ষ কৃষকের কৃষাণ ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানোর ঘোষণা করেছেন তিনি৷
পরিযায়ী শ্রমিকদের জন্য রেশনে বরাদ্দ কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ জানান ,কেন্দ্রের তরফে আগেই রেশনের ব্যবস্থা করা হয়েছিল৷ এবার ৮ কোটি পরিযায়ী শ্রমিকদের ফ্রিতে রেশন দেওয়া হবে৷ পরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য বিলি করা হবে৷ যাঁদের রেশন কার্ড নেই তাদেরও ৫ কিলো করে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিলি করা হবে। একই সঙ্গে শ্রমিকদের থাকার জন্য ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ এক কার্ড, এক রেশন ব্যবস্থা চালু করকার কথাও জানান অর্থমন্ত্রী৷ জানান, রেশন কার্ড থাকলেই দেশের যেকোনও প্রান্ত থেকে রেশন পাওয়া যাবে৷ এই সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা৷
Free food grains supply to all migrants for the next 2 months. For non-card holders, they shall be given 5kg wheat/rice per person & 1 kg chana per family/month for 2 months. 8 crore migrants will benefit- Rs 3500 crores to be spent on this: FM pic.twitter.com/CNmYR5EwOX
— ANI (@ANI) May 14, 2020
One Nation One Ration Card will be implemented- 67 crore beneficiaries in 23 states covering 83% of PDS population will be covered by national portability by August 2020: FM Sitharaman pic.twitter.com/72s0bj6PD0
— ANI (@ANI) May 14, 2020
মার্চ থেকে এপ্রিলের মধ্যে কৃষিক্ষেত্রে ৬৫ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে৷ পরিযায়ী শ্রমিকদের জন্য ১১ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে৷ পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার যত্নবান বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ শ্রমিকদের সেল্টার বানিয়ে জল খাবারের জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেছে অর্থমন্ত্রী৷ এই বিষয়ে রাজ্যগুলিকে টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ কৃষিক্ষেত্রে ৬৩ লক্ষ ঋণ মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ পরিযায়ী শ্রমিকরা চাইলে ১০০ দিনের কাজ করতে পারেন৷ তাঁদের নাম গুরুত্ব দিয়ে নথিভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি৷