আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিলেন নির্মলা, এক নজরে দেখে নিন নতুন কর কাঠামো

নয়াদিল্লি: বাজেটে কর কাঠামোয় বদল। দেখে নেওয়া যাক কী কী বদল আনা হল- আয়কর ছাড়ের ক্ষেত্রের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা — • বছরে ০ থেকে ৩…

নয়াদিল্লি: বাজেটে কর কাঠামোয় বদল। দেখে নেওয়া যাক কী কী বদল আনা হল-

আয়কর ছাড়ের ক্ষেত্রের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা —

• বছরে ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না।

• ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ কর প্রযোজ্য হবে৷

• বাৎসরিক আয় ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হলে ১০ শতাংশ কর দিতে হবে।

• বাৎসরিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে ১৫ শতাংশ হারে কর গুণতে হবে।

• ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনের ক্ষেত্রে কর দিতে হবে ২০ শতাংশ।

• বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হলে ৩০ শতাংশ হারে কর দিতে হবে ।