সংবাদমাধ্যমকে আর্থিক প্যাকেজ দেবে কেন্দ্র? উপহাস অর্থমন্ত্রীর!

সংবাদমাধ্যমকে আর্থিক প্যাকেজ দেবে কেন্দ্র? উপহাস অর্থমন্ত্রীর!

7a5a8103ad2f3d6f3b8b77f0c763815a

নয়াদিল্লি: ঢাকঢোল পিটিয়ে দ্বিতীয় দফায় কেন্দ্র সরকারের ঘোষণা করা ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ আজ বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে হকার, কৃষকদের জন্য বেশকিছু ঘোষণা করেছেন তিনি৷ কিন্তু, কেন্দ্রের বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ কণামাত্র কি সংবাদ মাধ্যমের জন্য বরাদ্দ করা হবে? অদ্ভুত জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা!

অর্থমন্ত্রীকে আজ এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনার কিষান ক্রেডিট কার্ডে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা বলছেন, প্রত্যেক কৃষকের মাথাপিছু কত টাকার লিমিট পাবেন? অর্থমন্ত্রীকে দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দেন ওই সাংবাদিক৷ বলেন, ভারতে যে সমস্ত ছোট ছোট সংবাদমাধ্যমগুলি রয়েছে, এদের জন্য কোনও প্যাকেজের কথা ভাবছে কেন্দ্র সরকার? কারণ এই সমস্ত ছোট সংবাদমাধ্যমগুলির সঙ্গে কয়েক লক্ষ মানুষ জড়িয়ে৷ প্রশ্ন শুনেই কার্যত আকাশ থেকে পড়েন অর্থমন্ত্রী৷

সংবাদমাধ্যমকে সহযোগিতার জন্য কেন্দ্র সরকারের প্যাকেজের দাবি উঠতেই হেসে উড়িয়ে দেন অর্থমন্ত্রী৷ জবাব এড়িয়ে আধিকারিকদের ক্রেডিট কার্ডের বিষয়ে তথ্য দেওয়ার নির্দেশ দেন নির্মলা৷ এরপর আধিকারিক জানান, কৃষাণ ক্রেডিট লিমিট বলে কিছু হয় না৷ কত আপনার জমি আছে তার ওপর এই লিমিট তৈরি হয়৷ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ব্যবস্থা আছে৷ এই মুহূর্তে ৬ কোটি ৮০ লক্ষ কৃষক কেডিট কার্ড ব্যবহার করেন৷

সংবাদমাধ্যমগুলির জন্য আর্থিক অনুদানের বিষয়টি উঠতেই ফের হাসির ছলে উড়িয়ে দেন অর্থমন্ত্রী৷ আধিকারিককে থামিয়ে অর্থমন্ত্রী জানান, বিষয়টি আমি পরামর্শ হিসেবে শুনলাম৷ তবে অর্থমন্ত্রী শুধু শুনলেন! করোনা আবহে সংবাদ মাধ্যমে বিষয়টি করোনা আদৌ বিবেচনার বিষয় হয়ে উঠবে কেন্দ্রের কাছে? সেই বিষয়ে এখনই কোনও উত্তর পাওয়া না গেলেও মিলেছে শুধুই উপহাস! রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ মিলেছে শুধু করোনায় বিমা৷ কিন্তু, কোনও প্যাকেজ? অধরা জবাব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিনা শর্তে ৩ লক্ষ টাকা ঋণ দেওয়ার ঘোষণা কেন্দ্রের

বিনা শর্তে ৩ লক্ষ টাকা ঋণ দেওয়ার ঘোষণা কেন্দ্রের

imagesmissing

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর কেন্দ্রের ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের বিষয়ে এবার বিস্তারিত ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে অর্থমন্ত্রী জানিয়েছেন, গরিবদের স্বার্থে কেন্দ্র সরকার কাজ করছে৷ দেশের বিকাশের জন্য আত্মনির্ভর ভারতের মাধ্যমে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে৷ সরকার ২০ লক্ষ টাকা আর্থিক প্যাকেজ দেওয়া হবে৷ গরিবদের জন্য নিরলসভাবে কেন্দ্র সরকার তার কাজ চালিয়ে যাচ্ছে৷ এই আত্মনির্ভর ভারত প্রকল্পের একটাই লক্ষ্য দেশীয় পণ্যের প্রচার করা৷ যার মধ্যে দিয়ে দেশীয় অর্থনীতি চাঙ্গা হবে৷ আর্থিক সংস্কার করেছে এই সরকার৷ যাতে কেউ অসুবিধায় না পড়েন, তার জন্য কেন্দ্র সরকার সব সময় পর্যাপ্ত ব্যবস্থা করছে বলেও জানিয়েছেন তিনি৷

অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য তিন লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে৷ চার বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ দেওয়া হবে৷ এক বছর ক্ষুদ্র শিল্পের জন্য ঋণ স্থগিত থাকবে৷ ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি৷ চার বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ দেওয়া হবে৷ কোনও শর্ত ছাড়া ৩ লক্ষ টাকার ঋণ দেওয়া হবে৷ এক বছরের জন্য সুদ নেওয়া স্থগিত থাকবে৷ ৪৫ লক্ষ ক্ষুদ্র-মাঝারি ইউনিট এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *