বার্ষিক ৭ লক্ষ আয় হলেও আয়কর লাগবে না! যা বললেন অর্থমন্ত্রী

বার্ষিক ৭ লক্ষ আয় হলেও আয়কর লাগবে না! যা বললেন অর্থমন্ত্রী

imagesmissing

নয়াদিল্লি: গত ফেব্রুয়ারিতে বাজেট পেশের সময় যখন নয়া আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছিল। সেই সময়ে আয়কর নিয়ে একটা ধন্দ তৈরি হওয়ায় আবার বৈঠকে বসেছিল সরকার। বাজেট পেশের ৫ মাস পর আয়কর সংক্রান্ত বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানালেন, নতুন কর কাঠামোয় বার্ষিক সাত লাখ টাকা পর্যন্ত আয় হলে কোনও আয়কর দিতে হবে না। পাশাপাশি কয়েকটি ছাড়ের কারণে বার্ষিক ৭.২৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রেও আয়করের প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচবেন একটা বড় অংশের মানুষ। 

কর্ণাটকের উদুপ্পিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, আয়কর কাঠামোর বিশ্লেষণে তাঁরা আলোচনায় বসেছিলেন যাতে সাধারণ মানুষের যাবতীয় ধন্দ দূর হয়। একই সঙ্গে তাঁর দাবি, দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ সাধারণ বাজেটে মধ্যবিত্তদের একাধিক কর সংক্রান্ত সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। তাই করের দিকে বেশি আলোকপাত করা হয়েছিল। এখন যা নিয়ম, তাতে যদি কারোর বার্ষিক আয় ৭.২৭ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে যায়, তবেই তাঁকে নয়া কর কাঠামোর আওতায় আনা হবে, নাহলে নয়। 

দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল ৫ লক্ষ টাকা থেকে আয়করের ঊর্ধ্বসীমা বেড়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ২০২৩-‘২৪ অর্থবর্ষে ৯ থেকে ১২ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ কর দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে করের পরিমাণ হবে ২০ শতাংশ। ১৫ লক্ষ টাকার বেশি আয়ে কর দিতে হবে ৩০ শতাংশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *