বরের গলায় প্রচুর টাকার মালা! ভিডিয়ো দেখে চোখ কপালে নেটিজেনদের

নয়াদিল্লি: বিয়ে মানেই হরেক-রকমের রীতি-রেওয়াজ৷ তবে স্থান ভেদে তাতে দেখা যায় অনেক পার্থক্য৷. যেমন বাঙালি ছেলেরা বিয়ে করতে যায়, মাথায় টোপর পরে, গলায় থাকে রজনী…

নয়াদিল্লি: বিয়ে মানেই হরেক-রকমের রীতি-রেওয়াজ৷ তবে স্থান ভেদে তাতে দেখা যায় অনেক পার্থক্য৷. যেমন বাঙালি ছেলেরা বিয়ে করতে যায়, মাথায় টোপর পরে, গলায় থাকে রজনী বা গোলাপের মালা৷.

তেমনেই হরিয়ানা সহ কিছু রাজ্যে, বরকে বিশেষ মালা পরানোর রেওয়াজ রয়েছে।. যা সাধারণ মালার মতো দেখতে হলেও, আদতে তা ফুলের নয়, বরং তৈরি হয় নোট দিয়ে৷. সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে বরের মালা দেখে সকলের চোখ কপালে উঠেছে৷.

 

ভিডিয়োতে দেখা গিয়েছে, বর ৫০০ টাকার নোটের মালা পরেছেন। কিন্তু, সেই মালা এতটাই লম্বা যে, তা বরের বাড়ির ছাদ থেকে পাড়ার ছাদে পৌঁছে গিয়েছে। এত লম্বা টাকার মালা? তাও আবার সব ৫০০ টাকার নোট৷ ওই যুবকের গলায় ঝুলতে থাকা দীর্ঘ মালা দেখে নেটিজেনদের তো ভিরমি খাওয়ার জোগার৷ অনেকে তো বিশ্বাসই করতে পারছে না যে, কেউ তাদের বিয়েতে এত টাকার নোটের মালা পরতে পারে।

এ আবার কেমন ধরণ? মাথায় উলটো হেলমেট পরে স্কুটি ছোটালেন মহিলা! ভাইরাল ভিডিয়ো

Weddings showcase a myriad of traditions, varying by region. While Bengali grooms adorn floral garlands, unique customs like currency necklaces prevail in places like Haryana. Witness a groom wearing a garland made of 500 rupee notes, stretching from his house to the wedding venue. This viral video prompts questions about the affordability of such extravagance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *