দেরাদুন: বর্ষার মৌরসুমে একদিকে যখন বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অন্যদিকে তখনই নাগাড়ে বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মহারাষ্ট্র, উত্তরাখন্ড, মধ্যপ্রদেশ গুজরাটের মত একাধিক রাজ্যে। জানা যাচ্ছে অসম, মহারাষ্ট্র, গুজরাটের পর এবার উত্তরাখণ্ডেও ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে বিগত কয়েক দিন ধরে। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলা জলের তলায়। বিপদ সীমার উপর দিয়ে বইছে এই রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদী। জলমগ্ন একাধিক লোকালয়। এমতাবস্থায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে জলে তোড়ে ভেসে যাচ্ছে একটি স্কুলবাস। এই ভিডিওটি পোস্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল সেটি।
ভিডিওতে দেখা যাচ্ছে ওই স্কুলবাসটি রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু পুরো রাস্তার ওপর দিয়েই তখন বইছে খরস্রোতা নদী। আর সেই নদীর জলের তোড়েই বাসটি তলিয়ে যাচ্ছিল একটু একটু করে এবং স্বাভাবিক গতিতে গাড়ি চালানো কোনওভাবেই সম্ভব হচ্ছিল না। কিন্তু তারপরেও চালক গাড়িটি সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করে আর ঠিক তখনই সেটি জলের স্রোতে ভেসে যায় এবং পাশের একটি খাদে উল্টে পড়ে যায়। ঘটনাটি উত্তরাখণ্ডের চামপাওয়াত জেলার তানাকপুরের। এই ঘটনা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজনেরা। তবে স্বস্তির বিষয় হল, ওই দুর্ঘটনার সময় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিল না। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে এক কর্মকর্তা জানান, ওই গাড়ির চালক এবং তার সহযোগীকেও নিরাপদেই সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রবল বর্ষণ এবং বন্যার কারণে গতকাল অর্থাৎ সোমবারও একটি বাস দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। মহারাষ্ট্র সরকারের ঐ যাত্রীবাহী বাসটি প্রায় ৬০ জন যাত্রীকে নিয়ে মহারাষ্ট্রের পুনে থেকে মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোর যাচ্ছিল। কিন্তু রাস্তায় সেটির চাকা হঠাৎ পিছলে যায় এবং সেটি প্রায় ১০০ ফুট উপর থেকে ব্রিজের রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বহু যাত্রী নিখোঁজ। উদ্ধারকারী দলের সন্দেহ নদীর স্রোতে তারা ভেসে গিয়েছেন।