Aajbikel

মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতি, প্রবল বর্ষণে ভেসে গিয়ে নিখোঁজ ২

 | 
নাগাড়ে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে, মৃত অন্ততপক্ষে ৭

মুম্বই: বর্ষা ঢুকে যাওয়ার খবর আসার পরেই দেশের একাধিক রাজ্যে টানা বৃষ্টি শুরু হয়েছে। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম হল মহারাষ্ট্র। এমনিতেই সকলেই জানে যে, বর্ষাকালে মহারাষ্ট্রের কী অবস্থা হয়। চলতি বছরও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই রাজ্যের থানে এবং পার্শ্ববর্তী পালঘর এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। অবিরাম বৃষ্টিতে জেলার অধিকাংশ অঞ্চলেই প্রায় কোমর পর্যন্ত জল জমে গিয়েছে। এরই মধ্যে আবার দুজনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর মিলেছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, মহারাষ্ট্রের একাংশে আগামী কয়েকদিন টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। তাই সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। জল জমার কারণে অনেক জায়গায় পাঁচিল ভেঙে পড়ার খবরও আসছে। তাই বলাই বাহুল্য যে, জমা জলের মধ্যে রাস্তায় বেরনো বিপজ্জনক হতে পারে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বহু জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই বিদ্যুতের সমস্যা কিছু ঘণ্টা স্থায়ী হতে পারে। যদিও পাঁচিল ভাঙার ঘটনায় কেউ আহত হয়নি বলেই খবর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, থানে এলাকাতেই শুধু চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ৫০৬ মিটার বৃষ্টি হয়েছে। 

এমনিতেই রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গোয়া, গুজরাটে বৃষ্টি চলছে লাগাতার। উত্তরাখণ্ড এবং হিমাচলের পরিস্থিতি খুব একটা ভালো নয়। লাগাতার বৃষ্টি, হড়পা বানের জেরে নানা জায়গায় ধস নেমেছে, মৃত্যুও হয়েছে একাধিক। অন্যান্য রাজ্যের বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে ইতিমধ্যে। গত সপ্তাহ থেকেই টানা বৃষ্টি হচ্ছে একাধিক জায়গায়। 

Around The Web

Trending News

You May like