বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র, ভাসছে কাজিরাঙা, উদ্যান ছেড়ে দলে দলে পালাচ্ছে পশুরা

গুয়াহাটি:  ফি বছর বর্ষায় ফুঁসে ওঠে ব্রহ্মপুত্র৷ এ বছরও ব্যতিক্রম নয়৷ ফের একবার অভিশাপ হয়ে অসমের বিস্তীর্ণ অংশ গ্রাস করল এই নদ। ব্রহ্মপুত্রের দু কূল…

flood uddan

গুয়াহাটি:  ফি বছর বর্ষায় ফুঁসে ওঠে ব্রহ্মপুত্র৷ এ বছরও ব্যতিক্রম নয়৷ ফের একবার অভিশাপ হয়ে অসমের বিস্তীর্ণ অংশ গ্রাস করল এই নদ। ব্রহ্মপুত্রের দু কূল ছাপানো জলে ভাসল উত্তর-পূর্বের এই রাজ্য। উপকূলবর্তী জেলাগুলো তো বটেই, প্লাবনের হাত থেকে রক্ষা পায় না প্রায় কোনও জেলাই। চলতি বছরও ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে৷ রাজ্যের ৩০ জেলার প্রায় সাড়ে ২৪ লক্ষ মানুষ বানভাসি। ভিটেমাটি হারিয়ে বহু মানুষ ঠাঁই নিয়েছে ত্রাণশিবিরে। বিপর্যয় নেমে এসেছে কাজিরাঙা জাতীয় উদ্যানে। এই অভয়ারণ্যের অধিকাংশটাই জলের নিচে ডুবে গিয়েছে। ভয়ে আস্তানা ছেড়ে পালাতে শুরু করেছে গণ্ডার, হরিণের দল। তারা গিয়ে ঢুকছে লোকালয়ে। সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর পরিস্থিতি৷  গন্ডার, হরিণ-সহ কাজিরাঙায় এখনও পর্যন্ত ৭৭টি পশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে অন্তত ৬২টি হগ ডিয়ার (পারা হরিণ) বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *