বিপদসীমা ছাড়িয়েছে গঙ্গার জল, বৃষ্টি-বন্যা-ভূমিধসে লণ্ডভণ্ড দুই রাজ্য

বিপদসীমা ছাড়িয়েছে গঙ্গার জল, বৃষ্টি-বন্যা-ভূমিধসে লণ্ডভণ্ড দুই রাজ্য

নয়াদিল্লি: হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। দুই রাজ্যের প্রাকৃতিক দৃশ্য নিয়ে যত বলা হবে ততই কম মনে হয়। দেশ তথা বিদেশের মানুষের কাছেও এই দুই রাজ্য পর্যটনের জন্য অন্যতম সেরা বলেই বিবেচিত। কিন্তু এই মুহূর্তে বৃষ্টি, বন্যা এবং ভূমিধসের কারণ কার্যত বিপর্যস্ত দুই রাজ্যের সব প্রান্ত। শেষ পাওয়া খবর অনুযায়ী, শুধুমাত্র হিমাচলেই মৃত্যু হয়েছে ৫১ জনের। ৩ জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। এখনও পর্যন্ত বৃষ্টি কমার কোনও আভাস দেয়নি মৌসম ভবন। বরং জানানো হয়েছে, দুই রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। 

ইতিমধ্যে উত্তরাখণ্ডের দেরাদুন থেকে শুরু করে উধম সিংহ নগর, নৈনিতাল, চম্পাবতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। টানা বৃষ্টিতে রাজ্যের বেশির ভাগ নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হরিদ্বার এবং হৃষীকেশে। গঙ্গার জলও যে বিপদসীমা ছাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 

গত ১২ আগস্ট থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টি হচ্ছে লাগাতার। তাই রাজ্যের বহু জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে মৌসম ভবন। অন্যদিকে হিমাচলের চাম্বা, কাংড়া, হমিরপুর, মান্ডি, বিলাসপুর, সোলান, শিমলার বিচ্ছিন্ন জায়গায় এখনও লাগাতার বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এবং ভূমিধসের কারণে সে রাজ্যে এখনও পর্যন্ত ৭৫২টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − ten =