ঠিক কী ঘটেছিল? জবাব মিলতে পারে উদ্ধার হওয়ার অভিশপ্ত MI-17 চপারের ব্ল্যাকবক্স থেকে

ঠিক কী ঘটেছিল? জবাব মিলতে পারে উদ্ধার হওয়ার অভিশপ্ত MI-17 চপারের ব্ল্যাকবক্স থেকে

নয়াদিল্লি: বুধবার দুপুর ১২টা ৪০৷ তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির উপর ভেঙে পড়ে অভিশপ্ত এমআই-১৭ কপ্টার৷ মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জনের৷ এই ঘটনায় ট্রাই সার্ভিস তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা। গতকালই ওয়েলিংটনে পৌঁছে যায় তদন্তকারী দল৷ শুরু হয় তল্লাশি৷ আজ সকালেই উদ্ধার হয় আভিশপ্ত চপারের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার৷ পাশাপাশি চপারের আরও কিছু অংশ অকুস্থল থেকে উদ্ধার করা হয়েছে৷ 

আরও পড়ুন- দিল্লির আদালতে ভয়ঙ্কর বিস্ফোরণ! মাঝপথেই বন্ধ সব শুনানি

উইং কমান্ডার আর ভরদ্বাজের নেতৃত্বে আজ সকালে তল্লাশি অভিযান শুরু করে বায়ুসেনা অফিসারদের বিশেষ দল৷ তখনই দুর্ঘটনাগ্রস্ত  হেলিকপ্টারের ধ্বংসাবশেষের মধ্যে থেকে ব্ল্যাকবক্স সহ অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এই ব্ল্যাক বক্স অনেক অজানা রহস্য উদঘাটন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ প্রসঙ্গত, এই বক্সেই থাকে ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার৷ এর থেকে বোঝা সম্ভব ঠিক কী কারণে এই হেলিকপ্টারটি ভেঙে পড়ল। কেন চপারে আগুন ধরে গেল৷ ভেঙে পড়ার আগে ঠিক কোন পরিস্থিতির মধ্যে পড়েছিল সিডিএস রাওয়াতের কপ্টার৷ উল্লেখ্য, কী ভাবে ভিআইপি কপ্টারটি ভেঙে পড়ল তা জানতে যৌথভাবে তদন্তে নামতে চলেছে সেনার তিন বাহিনী।

এদিকে স্থানীয় বাসিন্দাদের তোলা কিছু ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে ঘন কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে এমআই-১৭ কপ্টারটি৷ এর পরেই সেটি ভেঙে পড়ে৷ এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে৷ একমাত্র জীবিত রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ বায়ুসেনার তরফে এদিন জানানো হয়েছে, বরুণ সিং-এর অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল৷ সবরকম ভাবে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =