‘চা বিক্রেতা’ মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, তুললেন হিন্দু-মুসলিম প্রসঙ্গ

‘চা বিক্রেতা’ মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, তুললেন হিন্দু-মুসলিম প্রসঙ্গ

মোতেরা: বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে মোদি সরকারের উন্নয়নের একের পর এক ফিরিস্তি তুলে ধরলেন মার্কিন সম্রাট ডোনাল্ড ট্রাম্প৷ মতেরা স্টেডিয়ামের উদ্বোধনে ডোনাল্ড ট্রাম্পের নাতিদীর্ঘ ভাষণে উঠে এসেছে নরেন্দ্র মোদির চা বিক্রি প্রসঙ্গ থেকে শুরু করে হিন্দু-মুসলিম প্রসঙ্গ৷

শুরুতেই ‘নমস্তে’ বলে দেশবাসীকে সম্বর্ধনা করেন ট্রাম্প৷ চা বিক্রেতা নরেন্দ্র মোদিকে ভূয়শী প্রশংসা করেন তিনি৷ জানান নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুতগতিতে এগিয়ে চলেছে৷ তা দেখে আমেরিকা বেশ উৎসাহিত৷ ভারতের ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে বলেন, সর্ব ধর্মের মানুষ ভারতে মিলেমিশে বসবাস করেন৷ সবার সম্মান এখানে রক্ষিত৷ গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সহিষ্ণু হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছে ভারত৷ মানুষের স্বাধীনতা এখানে গুরুত্ব পাচ্ছে৷ আপনাদের দেশে হিন্দু মুসলিম খৃষ্টান সবাই একসঙ্গে মিলেমিশে থাকে৷ এটাই ভারতের গর্ব৷

এদিন ভারতের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প৷ গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া থেকে শুরু করে ইন্টারনেট, শৌচাগার নির্মাণ প্রসঙ্গে কেন্দ্র সরকারের ভূয়শী প্রশংসা করেন তিনি৷ একইসঙ্গে সরদার বল্লভ ভাই প্যাটেলের দীর্ঘতম মূর্তি থেকে শুরু করে বিরাট কোহলি, শচীন টেন্ডুলকারকে ভাষণে তুলে আনেন দনাল্ড ট্রাম্প৷ একইসঙ্গে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ তোলার চেষ্টা করেন মার্কিন সম্রাট৷ কিন্তু স্বামী বিবেকানন্দ শব্দটি বিকৃতভাবে উচ্চারণ করেছেন ট্রাম্প৷

এদিন মোদিকে প্রশংসা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, চা বিক্রেতা মোদি আজ দেশের প্রধানমন্ত্রী মোদির চিন্তা-ভাবনা ও বলিষ্ঠ পদক্ষেপ ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷ ভারতের অর্থনৈতিক উন্নতি হচ্ছে৷ সন্ত্রাস মোকাবেলায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *