পাঁচ রাজ্যেই বিজেপি ঝড়? ভোটের ফল নিয়ে উত্তেজনা তুঙ্গে

পাঁচ রাজ্যেই বিজেপি ঝড়? ভোটের ফল নিয়ে উত্তেজনা তুঙ্গে

b423b4df7016a79c9d034287133605af

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর, পাঁচ রাজ্যের ভোটের ফলাফল ঘোষিত হবে আজ। একাধিক বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে যে উঠতে চলেছে বিজেপি ঝড়। উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর, বিজেপির দখলে যেতে চলেছে। আবার গোয়ায় অপ্রত্যাশিত ভালো ফল করতে পারে আম আদমি পার্টি, এমন ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে আজ সকলের নজর রয়েছে এই ভোটের ফলের দিকেই।

আরও পড়ুন- মাধ্যমিক: কেন বন্ধ ইন্টারনেট? কড়া প্রতিক্রিয়া দিলীপের!

উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মসনদে ফিরছে বিজেপি সরকারই, বলছে প্রায় সব বুথ ফেরত সমীক্ষা। অনেকে মনে করছেন, উত্তরপ্রদেশে আবার মুখ্যমন্ত্রী হতে পারেন যোগী আদিত্যনাথ। ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বলেও বিজেপি দলের একাংশ মনে করছে। উত্তরাখণ্ড, মণিপুরেও ভালো ফল করার ইঙ্গিত মিলেছে বিজেপির পক্ষে। তবে দিল্লির বাইরে প্রথমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হয়েছে আপ, সেক্ষেত্রে তারাও যে নিরাশ করবে না তাদের সমর্থকদের, এও মনে করা হচ্ছে। টাইমস নাও, সি ভোটার, এক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলের সমীক্ষা দাবি করছে, পঞ্জাবে ক্ষমতায় আপ। ইন্ডিয়া টু’ডে-র এক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলের সমীক্ষায় দাবি, পঞ্জাবে ৭৬ থেকে ৯০টি আসন পাবে কেজরিবালের দল। কংগ্রেস পেতে পারে ১৯ থেকে ৩১টি আসন। সি ভোটার সমীক্ষাতেও পঞ্জাবে এগিয়ে আপ। পঞ্জাবে আপ পাচ্ছে ৫১ থেকে ৬১টি আসন। কংগ্রেস পাচ্ছে ২২ থেকে ২৮টি আসন।

ইন্ডিয়া টু’ডে-র বুথফেরত সমীক্ষায় জানাচ্ছে, উত্তরাখণ্ডে বিজেপি পাচ্ছে ৩৬ থেকে ৪৬টি আসন। কংগ্রেস পাবে ২০ থেকে ৩০টি আসন। ‘জন কী বাত’-এর বুথফেরত সমীক্ষায় দাবি, উত্তরাখণ্ডে বিজেপি পাচ্ছে ৩২ থেকে ৪৯টি আসন। কংগ্রেস পাবে ২৭ থেকে ৩৫টি আসন। এদিকে টাইমস ভিটোর বুথ ফেরত সমীক্ষা বলছে, উত্তরাখণ্ডে বিজেপি পাবে ৩৭টি আসন। কংগ্রেস ৩১ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *