পুঞ্চ সেক্টরের খতম ৫ পাক রেঞ্জার্স

পুঞ্চ: কড়া প্রত্যাঘাত ভারতীয় জওয়ানদের। পুঞ্চ সেক্টরের আন্তর্জাতিক সীমানায় খতম ৫ পাক রেঞ্জার্স। সেই সঙ্গে সীমানার ওপারে প্রায় ৭টি বাঙ্কার গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। গত কয়েকদিন ধরেই মাঝে মাঝেই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাক সেনারা। মঙ্গলবারও পাক স্নাইপারের গুলিতে শহিদ হন বিএসএফের অফিসার বিনয় প্রসাদ। রুটিন টহলে বেড়িয়ে স্নাইপারের হামলায় মৃত্যু হয়

1891dfba1669c8bcc38adc7207be67aa

পুঞ্চ সেক্টরের খতম ৫ পাক রেঞ্জার্স

পুঞ্চ: কড়া প্রত্যাঘাত ভারতীয় জওয়ানদের। পুঞ্চ সেক্টরের আন্তর্জাতিক সীমানায় খতম ৫ পাক রেঞ্জার্স। সেই সঙ্গে সীমানার ওপারে প্রায় ৭টি বাঙ্কার গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। গত কয়েকদিন ধরেই মাঝে মাঝেই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাক সেনারা।

মঙ্গলবারও পাক স্নাইপারের গুলিতে শহিদ হন বিএসএফের অফিসার বিনয় প্রসাদ। রুটিন টহলে বেড়িয়ে স্নাইপারের হামলায় মৃত্যু হয় তাঁর। বুধবারেও এই নিয়ে সতর্ক করেন সেনা প্রধান বিপিন রাওয়াত। সেনাবাহিনীও যে ছেড়ে কথা বলবে না বুঝিয়ে দেন। কিন্তু তারপরেই পাকিস্তানের আচরণে সেরকম কোনও পরিবর্তন আসেনি। বৃহস্পতি কড়া প্রত্যাঘাত শুরু করে ভারতীয় জওয়ানরাও। ৫ পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *