সিআরপিএফের গুলিতে হত ৩ মাওবাদী

ঝাড়খণ্ড: গুমলা জেলায় রবিবার সকালে সিআরপিএফ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াইতে মৃত ৩। পুলিশের ডিজি (অতিরিক্ত) এমএল মিনা জানিয়েছেন মৃতরা প্রত্যেকেই নিষিদ্ধ সংগঠন পিপল লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএলএফআই) বা এককথায় মাওবাদী সংগঠনের সদস্য। সিআরপিএফ-এর কোবরা বাহিনী গোপন সূত্র মারফত খবর পেয়ে রবিবার ভোরে গুমলা জেলায় অভিযান চালায় সেখানেই লুকিয়ে থাকা কিছু মাওবাদীদের সাথে গুলির

সিআরপিএফের গুলিতে হত ৩ মাওবাদী

ঝাড়খণ্ড: গুমলা জেলায় রবিবার সকালে সিআরপিএফ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াইতে মৃত ৩। পুলিশের ডিজি (অতিরিক্ত) এমএল মিনা জানিয়েছেন মৃতরা প্রত্যেকেই নিষিদ্ধ সংগঠন পিপল লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএলএফআই) বা এককথায় মাওবাদী সংগঠনের সদস্য।

সিআরপিএফ-এর কোবরা বাহিনী গোপন সূত্র মারফত খবর পেয়ে রবিবার ভোরে গুমলা জেলায় অভিযান চালায় সেখানেই লুকিয়ে থাকা কিছু মাওবাদীদের সাথে গুলির লড়াই চলে। তাতেই প্রাণ হারায় তিন মাওবাদী সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =