×

RSS-এর হোলির উৎসবে ডাক পেলেন রূপান্তরকামীরা, ‘শিখণ্ডী ভাই-বোন’ সম্বোধনে ডাকা হল মঞ্চে

 
রূপান্তরকামী হোলি

নয়াদিল্লি: সকলকে খানিকটা চমকে দিয়েই রূপান্তরকামী ও সমকামীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সেই পথেই এগিয়ে চলেছে আরএসএস। এই প্রথমবার আরএসএস ও সেবা ভারতীর হোলি মিলন উৎসবে আমন্ত্রণ জানানো হল রূপান্তরকামীদের। ‘শিখণ্ডী ভাই, বোনদের স্বাগত’ বলে আহ্বান জানানো হল মঞ্চে।

আরও পড়ুন- ‘আবদার’ করলেও মিলল না মিষ্টি, ED হেফাজতে কেমন কাটল কেষ্টর প্রথম রাত?

জানুয়ারি মাসে LGBTIQA+ সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ সেই সময় তিনি বলেছিলেন, এই সম্প্রদায়ের মানুষদেরও ব্যক্তিগত অধিকার রয়েছে৷ তাঁদেরও যথার্থ স্পেস দেওয়া প্রয়োজন। সঙ্ঘ প্রধানের সেই বক্তব্যে আমল দিয়েই হোলি মিলন উৎসবে রূপান্তরকামীদের ডাকা হল। দিল্লির সদর দফতরে আয়োজিত হোলির অনুষ্ঠানে নেচে-গেয়ে পালন করলেন বসন্ত উৎসব৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েছে ছ’জন রূপান্তরকামী মানুষকে মঞ্চে আহ্বান জানান আরএসএসের উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁদের ‘শিখণ্ডী ভাই, বোন’ বলে সম্বোধনও করা হয়। কেন এই পদক্ষেপ? তাঁর উত্তরে তিনি বলেন, LGBTIQA+ সম্প্রদায়ের মানুষজন যাতে সমাজে নিজেদের ব্রাত্য মনে না করেন৷ তঁরা যাতে অন্য ধর্মের প্রতি আসক্ত না পড়েন, সেই কারণেই এই পদক্ষেপ।

From around the web

Education

Headlines