দেশে কয়লার ঘটতি অনুমানের চেয়েও ১৫% বেশি, এই প্রথম কয়লা কিনতে চলেছে কোল ইন্ডিয়া

দেশে কয়লার ঘটতি অনুমানের চেয়েও ১৫% বেশি, এই প্রথম কয়লা কিনতে চলেছে কোল ইন্ডিয়া

9f2f4eb5fa30f54ce9a71e016871e4ad

নয়াদিল্লি:  ক্রমেই গভীর হচ্ছে কয়লা সঙ্কটের ক্ষত৷ এই ক্ষত অনুমানের চেয়েও গভীর৷ পূর্বাভাস যা ছিল, তার চেয়েও ১৫ শতাংশ বেশি চাহিদা ও যোগানের ফারাক৷ জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বিদ্যুৎ সঙ্কট আরও বাড়তে চলেছে বলেই আশঙ্কা৷ খোদ বিদ্যুৎ মন্ত্রকের অভ্যন্তরীণ রিপোর্টে এই দাবি করা হয়েছে। 

আরও পড়ুন- শারীরিক প্রতিবন্ধকতা সরিয়ে সন্তানদের নিয়ে স্কুলের পথে এক পিতা, চোখে জল নেটিজেনদের

বিদ্যুৎ মন্ত্রকের অভ্যন্তরীণ প্রেজেন্টেশনে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য৷ সেখানে বলা হয়েছে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশে অভ্যন্তরীণ কয়লার জোগান চাহিদার থেকে ৪ কোটি ৪৫ লক্ষ টন কম হতে পারে। এর প্রধান কারণ হল, চাহিদা বৃদ্ধি পেলেও বেশ কিছু খনিতে উৎপাদন কমার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আবার ভারতে বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যা ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে কয়লার দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। এই জোড়া সমস্যার মধ্যেই সামনে এল ভারতে কয়লা উৎপাদনের করুণ চিত্র৷ এই অবস্থায়  কয়লা আমদানি বাড়াতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির উপর চাপ বাড়াতে শুরু করেছে কেন্দ্র।  বলা হয়েছে, আমদানির মাধ্যমে কয়লা মজুত করতে না পারলে দেশে উৎপাদিত কয়লার জোগান বন্ধ করে দেওয়া হবে। 

পরিস্থিতির চাপে ২০১৫ সালের পর এই প্রথম কয়লা আমদানি করতে  চলেছে কোল ইন্ডিয়া। কয়লার জোগানে এই বিপুল ঘাটতির জেরে ইতিমধ্যেই বিপুল পরিমাণে বিদ্যুৎহীনতার আশঙ্কা তৈরি হয়েছে। সেই সমস্যা মোকাবিলায় বাইরে থেকে কয়লা আমদানি করে সেই ঘাটতি পূরণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। ২০১৫ সালের পর থেকে দেশে কয়লা আমদানি করার প্রয়োজন পড়েনি। তবে গতমাস থেকেই কয়লার জোগান কম থাকায় সঙ্কট তৈরি হয়। বিরোধীরা তোপ দেগে বলে, ভারতের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে চলেছে৷ গত ছয় বছরের এতটা খারাপ পরিস্থিতি তৈরি হয়নি৷ 

গত মাসে দেশের বিভিন্ন প্রান্ত ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে থেকেছে৷ এই পরিস্থিতি মোকাবিলায় তাই বাইরে থেকে কয়লা এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বিদ্যুৎ মন্ত্রক। ভুল থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই নিজেদের সব দিক থেকে প্রস্তুত রাখতে চাইছে কেন্দ্র। 

উল্লেখ্য, মোদী সরকারের কাছে রাজ্যগুলি কেন্দ্রীয়ভাবে কয়লা আমদানি আর্জি জানিয়েছিল৷ সেই আর্জি মাফিক কোল ইন্ডিয়াকেই কয়লা আমদানির দায়িত্ব দেয় কেন্দ্র। যদিও আমদানি নিয়ে এর আগে টেন্ডর ডাকেনি এই সংস্থা৷ তবে বিশেষজ্ঞরা মনে করছে পরিস্থিতি খারাপ হতে চলেছে৷ চলতি বছর আরও বেশি করে কয়লায় ঘাটতি তৈরির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বিদ্যুতের চাহিদা৷ তাই দেশের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের হয়ে কয়লা আমদানি করবে কোল ইন্ডিয়া।