দেশে শুরু Unlock-1: কবে থেকে কী কী খুলছে দেখে নেওয়া যাক

দেশে শুরু Unlock-1: কবে থেকে কী কী খুলছে দেখে নেওয়া যাক

নয়াদিল্লি: এক টানা দু’মাসের বেশি সময় লকডাউন থাকার পর সোমবার থেকে দেশজুড়ে শুরু হল ‘আনলক ওয়ান’৷ ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফিরবে মানুষের জীবন৷ তবে কনটেনমেন্ট এলাকায় ৩০ জুন পর্যন্ত জারি থাকবে চতুর্থ দফার লকডাউনের সমস্ত বিধি-নিষেধ।

রবিবার শেষ হয়েছে চতুর্থ দফার লকডাউন৷ আগামী ৩০ জুন পর্যন্ত পঞ্চম দফার লকডাউন ঘোষণা করা হয়েছে৷ আর পঞ্চম দফার লকডাউনেই শুরু হচ্ছে ‘আনলক ওয়ান’৷ মোট তিনটি পার্যায়ে আনলক হবে দেশ৷ লকডাউন তোলার ক্ষেত্রে যে ধাপে ধাপে পদক্ষেপ করা হবে, তা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনলক পর্বে কবে থেকে কী কী খুলছে দেখে নেওয়া যাক-

* প্রথম পার্যায়- ৮ জুন থেকে খুলছে ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য হসপিটালিটি সার্ভিস৷ খুলছে শপিং মল৷ 
*দ্বিতীয় পর্যায়- রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনার পর খোলা হবে স্কুল, কলেজ, কোচিং সেন্টার সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান৷ জানা হবে অভিভাবকদের মতামতও৷ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জুলাই মাসে৷ 

* তৃতীয় পর্যায়- পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক বিমান পরিষেবা, মেট্রো রেল, সিনেমা হল, জিমনাসিয়াম, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক প্রভৃতি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ 
* পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জমায়েত আপাতত বন্ধ খাকবে৷ 
* ই-পাস ছাড়াই ১ জুন থেকে আন্তঃরাষ্ট্রীয় পরিবহণ চলবে৷ কনটেনমেন্ট জোন ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার উপরেও আর নিষেধাজ্ঞা থাকবে না৷ 
*রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু৷ 

* অভ্যন্তরীণ বিমান, স্পেশ্যাল ট্রেন এবং শ্রমিক স্পেশ্যাল চলবে৷
*৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে চলবে লকডাউন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনে কনটেনমেন্ট জোন চিহ্নিত করবে জেলা প্রশাসন৷ 
* কনটেনমেন্ট জোনে মানুষের গতিবিধির উপর নিয়ন্ত্রণ থাকবে৷ কনটেনমেন্ট জোন থেকে কেউ বাইরে যেতে পারবেন না, বা কাউকে এই জোনে প্রবেশের অনুমতিও দেওয়া হবে না৷ জরুরি পরিষেবা ছাড়া কনটেনমেন্ট জোনে কোনও ছাড় নেই৷ 

* স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা ছাড়া ৬৫ ঊর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং দশ বছরের নীচের বাচ্চাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + fourteen =