‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে হতে চলেছে প্রথম বৈঠক, থাকছেন না অধীর

‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে হতে চলেছে প্রথম বৈঠক, থাকছেন না অধীর

first meeting

নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ‘এক দেশ এক ভোট’ নীতি চালু করা সম্ভব কিনা, তা ভেবে দেখছে কেন্দ্রীয় সরকার। সেই জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গড়েছে কেন্দ্র। সেই কমিটির ৮ জন সদস্যের নাম ঘোষণাও হয়ে গিয়েছে। এবার জানা গেল, ওই কমিটির প্রথম বৈঠক আগামী ২৩ সেপ্টেম্বর। কিন্তু এই কমিটিতে থাকা কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী থাকছেন না এই বৈঠকে। কারণ তিনি এই বৈঠক বয়কট করেছেন। তাই আপাতত যা খবর, তাতে তাঁকে ছাড়াই এই কমিটি প্রথম বৈঠক করবে। 

কেন্দ্রীয় সরকারের এই নীতি নিয়ে সর্বস্তরে আলোচনা চলছে। আদতে এটা সম্ভব কিনা সে নিয়েও অনেক প্রশ্ন। তবে জানা গিয়েছে, প্রথম যে বৈঠক হবে তাতেই এই বিষয়গুলি আলোচনা হতে পারে। এই মুহূর্তে দেশে একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানো সম্ভব কিনা, সম্ভব হলে কত খরচ হবে, সব নিয়েও চর্চা হতে পারে এই বৈঠকে। যদিও বৈঠক বয়কট করা বহরমপুরের কংগ্রেস সাংসদের দাবি, এটা আসলে নজর ঘোরানোর চেষ্টা। কমিটি গড়াটাও আসলে আইওয়াশ। পুরোটাই আগে থেকে স্থির হয়ে আছে। যদিও সংসদের বিশেষ অধিবেশন শেষ হওয়ার ঠিক পরের দিন এই কমিটির বৈঠকে বসাটা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে। 

প্রসঙ্গত, ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ’-এর প্রধান তথা নির্বাচন ও নির্বাচনী খরচ সংক্রান্ত বিখ্যাত এক সমীক্ষক-লেখক দাবি করেছেন, এই প্রস্তাব কার্যকর করতে গেলে প্রায় দশ লক্ষ কোটি টাকা খরচ হতে পারে। আর আসন্ন লোকসভা নির্বাচনে আনুমানিক ১.২০ লক্ষ কোটি টাকা খরচ হতে চলেছে। সেই প্রেক্ষিতে বলা যায়, বিষয়টি অত্যন্ত জটিল।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *