নয়াদিল্লি: ভারতে করোনা কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল আগেই শুরু হয়ে গিয়েছিল৷ এবার দিল্লির এইমসে এক যুবকের শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে শুক্রবার কোভ্যাক্সিন প্রয়োগ করা হল৷ শনিবার সকাল পর্যন্ত ওই ব্যক্তির শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি৷
আরও পড়ুন- সন্তানের শিক্ষায় গরু বেচে স্মার্টফোন কেনা কুলদীপকে সাহায্য সোনুর
প্রথম কোভ্যাকসিন দেওয়া হয় দিল্লির এক ব্যক্তিকে৷ ওই যুবকের বয়স ৩০ বছরের মধ্যে৷ ওই যুবককে সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ড. সঞ্জয় রাই৷ জানা গিয়েছে, গত শনিবার প্রায় তিন হাজার মানুষ করোনায় কোভ্যাকসিনে স্বেচ্ছাসেবী হওয়ার জন্য আবেদন করেন৷ তারপর কমপক্ষে ২২ জনের স্ক্রিনিং হয়৷ নানা ধরনের পরীক্ষা করার পর দিল্লির ওই যুবককে বেছে নেওয়া হয়৷
আরও পড়ুন-কাশ্মীর থেকে দিল্লি, প্রতিদিন ১০০০ কিমি উড়ে শিশুর কাছে আসে মায়ের দুধ
জানা গিয়েছে, দিল্লির ওই যুবকের এমনতিতে কোনও শারীরিক অসুস্থতা নেই৷ শুক্রবার দুপুরে তাঁর শরীরে ০.৫ মিলিমিটার ডোজ প্রয়োগ করা হয়৷ এখনও পর্যন্ত কোনও শারীরিক অবনতি দেখতে পাওয়া যায়নি যুবকের শরীরে৷ প্রথমে তাঁকে দুই ঘণ্টা চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়৷ জানা গিয়েছে, সাত দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে৷
আরও পড়ুন- অমানবিক! করোনা আক্রান্ত-সহ প্রতিবেশীর ফ্ল্যাটের দরজা সিল করল পুরসভা
ক্লিনিক্যাল পরীক্ষায় সামিল আরও কিছু অংশগ্রহণকারীর স্ক্রিনিং রিপোর্ট আসার পর শনিবার তাঁদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের কোভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষার জন্য এইমস সহ দেশের ১২ টি মেডিক্যাল প্রতিষ্ঠানকে বাছাই করেছে৷
আরও পড়ুন- ৩ হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মৃত করোনা আক্রান্ত চিকিৎসক!
প্রথম পর্বে ৩৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা করা হবে৷ এরমধ্যে ১০০ জনের বেসি হবে দিল্লির এইমসে৷ দ্বিতীয় পর্বে পরীক্ষার জন্য সারা ভারতে ১২টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। সেখানে ৭৫০ জনের পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে৷