মুম্বই: করোনাভাইরাস ডেল্টা এবং ডেল্টা প্লাস প্রজাতি নিয়ে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে। ভারত সেই আতঙ্কের বাইরে নয় বরং ভারতে সেই আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে করোনাভাইরাস ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে মুম্বইয়ে। সেখানে যে মহিলার মৃত্যু হয়েছে তিনি ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন। তার পরেও তিনি রক্ষা পেলেন না। সব মিলিয়ে দেশে আতঙ্ক বাড়াল ডেল্টা প্লাস।
জানা গিয়েছে, গত জুলাই মাসে ডেল্টা ক্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৩ বছরের এক মহিলা। আজ তার মৃত্যু হয়েছে। তিনি ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন ঠিকই, কিন্তু তার একাধিক কমর্বিডিটি ছিল এবং একই সঙ্গে তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। তবে মুম্বইয়ে প্রথম মৃত্যু হলেও মহারাষ্ট্রে এই নিয়ে দু’জনের মৃত্যু হল। তবে মুম্বইয়ে আরো ৬ জন রয়েছেন যারা ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত। তবে এই মহিলার মৃত্যুতে সবথেকে চিন্তার বিষয় যে এই মহিলার কোন ট্রাভেল হিস্ট্রি ছিল না, এদিকে তিনি ডবল ভ্যাকসিন নিয়েছিলেন। এর পাশাপাশি তার চিকিৎসায় স্টেরয়েড থেকে শুরু করে রেমডিসিভির দেওয়া হয়েছিল, তাও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আরও পড়ুন- বৃষ্টি থামবে না এখনই, রাজ্যজুড়ে আরও দুর্ভোগের আশঙ্কা
ডেল্টা প্লাস সংক্রমণের মোট কেসের মধ্যে জলগাঁও জেলায় সর্বোচ্চ ১৩টি কেস রেকর্ড করা হয়েছে। এরপরে রত্নগিরিতে রয়েছে ১২টি এবং মুম্বইয়ে ১১টি কেস। রাজ্যের ৬৫টি ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্তের মধ্যে ৩২ জন পুরুষ, ৩৩ জন মহিলা এবং সাত জন ১৮ বছরের কম বয়সী রয়েছে।