আগরতলা: ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সোনামুড়ার সভা থেকে বিপ্লব দেবকে হুঁশিয়ারি দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি৷ ফিরহাদ বলেন, ‘‘এখানে আমাকে একটা মারলে ওখানে পাঁচটা মারব৷’’
আরও পড়ুন- বিনামূল্যে LPG গ্যাস সংযোগ নিতে চান? জেনে নিন কী বদল আনছে কেন্দ্র
শনিবার সোনামুড়ার সভায় ফিরহাদ বলেন, ‘‘আমাদের কর্মীদের মেরে হাসপাতালে পাঠাচ্ছে। পাঁচ মিনিট লাগবে আমাদের জবাব দেবে। বিপ্লব দেব কুয়োর ব্যাং। ও ভাবে কুয়োটাই পৃথিবী। আমাকে এখানে একটা মারলে ওখানে আমি পাঁচটা মারব।” বেফাঁস মন্তব্য করেই নিজেকে সামলে নেন ফিরহাদ। ড্যামেজ কন্ট্রোল করে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী। তিনি বিশ্বাস করেন সবার উপর মানুষ সত্য। তাই তৃণমূল মানুষের সমর্থনে ভোটে জিতবে।”
যদিও ফিরহাদের এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে৷ তীব্র বিরোধিতা করেছে বিজেপি। ত্রিপুরার এক বিজেপি নেতা বলেন, ‘‘এই ভাবে ভেঙে দেব, গুঁড়িয়ে দেব, বলে মন্তব্য করছে৷ আমরা এর তীব্র বিরোধিতা করছি। বিজেপি এই ধরনের হিংসার রাজনীতিকে সমর্থন করে না। তৃণমূলের সংস্কৃতি কী সেটা বোঝাই যাচ্ছে। ওঁরা ত্রিপুরায় এসে অশান্তি পাকানোর চেষ্টা করছে। এখানে হুমকির রাজনীতি চলবে না।” প্রসঙ্গত, সামনেই ত্রিপুরার পুরভোট৷ তার আগে সরগরম সে রাজ্যের রাজনীতি৷ বিরোধী নেতারা সে রাজ্যে আক্রান্ত বলে বারবার অভিযোগ উঠেছে৷ এদিন আক্রান্ত হন বাবুল সুপ্রিয়৷ টুইট নিজেই সে কথা জানান তৃণমূল নেতা৷