ভয়ঙ্কর আগুন দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে! পুড়ে ছাই কামরা

ভয়ঙ্কর আগুন দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে! পুড়ে ছাই কামরা

কাঁসরো:  বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল দিল্লি দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসের একটি কামরা। যে সময়ে এই আগুন লাগে সেই সময় এই কামনায় উপস্থিত ছিলেন কমপক্ষে ৩৫ জন যাত্রী। তবে জানা গিয়েছে এই ঘটনায় কেউ নিহত হয়নি, সকল যাত্রীদের সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, উত্তরাখণ্ডের কাঁসরোয়ের কাছে এই বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে।

রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, ওই ট্রেনের সি-৪ কামরায় এদিন দুপুর বারোটা নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। সেই সময়ে ওই কামরায় উপস্থিত ছিলেন কমপক্ষে ৩৫ জন যাত্রী। সকলকেই স্থানীয় বাসিন্দা এবং রেল আধিকারিকদের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে এবং কোনরকম প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দমকল খানিকটা দেরি করে আসায় প্রাথমিকভাবে নিজেদের উদ্যোগে ট্রেনের কামরায় আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। ‌কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণভাবে আসে দমকলের আসার পর। তবে কিভাবে আগুন লেগেছে সেটা এখনও পরিষ্কার নয়। যদিও শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে অনুমান করছেন রেল আধিকারিকরা। 

আরও পড়ুন- সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়! ব্রিজের উপর দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + twenty =