রথে আগুন লেগে মৃত্যু ৭ জনের, মর্মান্তিক ঘটনায় দায়ী কে?

রথে আগুন লেগে মৃত্যু ৭ জনের, মর্মান্তিক ঘটনায় দায়ী কে?

আগরতলা: উল্টোরথ যাত্রার দিন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে ত্রিপুরায়। রথে আগুন লেগে মৃত্যু হয়েছে ৭ জনের। আহত ১৬ জন। এই ঘটনাকে কেন্দ্র করে বিরাট আতঙ্ক বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু এত বড় ঘটনা ঘটে যাওয়ার পিছনে দায়ী কে?। ইতিমধ্যেই রথ দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া তিনি বুধবারই ঘটনাস্থলে এবং হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান। 

বুধবার বিকেলে ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে উল্টোরথ যাত্রা বেরিয়েছিল। সেই সময়ে রথের চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সেটিতে আগুন লেগে যায়। ফলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিন শিশু, তিন মহিলা-সহ মোট সাত জনের। ঘটনার সময়ের মর্মান্তিক ফুটেজ সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুত। দেখা যায়, রাস্তায় পড়ে আগুনে ঝলসে যাচ্ছে শিশু এবং নারীদের দেহ। আশেপাশের মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন। যদিও ভিডিওর সত্যতা আজ বিকেল ডট কম যাচাই করেনি। 

আপাতত জানা গিয়েছে, এই ঘটনায় জেলাশাসক পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্ত করছে রাজ্যের বিদ্যুৎ দফতরও। দ্রুত ত্রিপুরা বিদ্যুৎ বণ্টন সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে তদন্ত করে সবিস্তার রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণাও করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিহত ব্যক্তিদের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। যাদের দেহের ৬০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছে, তাঁদের আড়াই লক্ষ টাকা দেওয়া হবে। আর যারা অল্প আহত হয়েছেন তাদের ৭৫ হাজার টাকা দেওয়া হবে। অন্যদিকে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =