মুম্বই: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইয়ে। এক বহুতলে আগুন লাগার ঘটনায় ইতিমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি জানা গিয়েছে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩১ টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসবে বলেই আশা করা হচ্ছে। তবে বড় আকারে আগুন লাগার ফলে বহুতলের চারিদিক কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। রীতিমত আতঙ্কে স্থানীয় আবাসিকরা।
আরও পড়ুন : আর সংশয় নেই, দাম বাড়ছে পাউরুটির
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বইয়ের তারদেও এলাকায় একটি ২০ তলা বিল্ডিংয়ের ১৮ তলায় আগুন লাগে। গান্ধী হাসপাতালের বিপরীতে এই আবাসন। কিন্তু ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। আগুন লাগার খবর পাওয়ার পর খুব দ্রুত সেখানে দমকল চলে যায় এবং আবাসনের বাকি বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। এরপর শুরু হয় আগুন নেভানোর কাজ। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ বয়স্ক ছিলেন এবং তাদের অক্সিজেন সাপোর্টের দরকার ছিল। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ইতিমধ্যেই।
দমকল মনে করছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে কিন্তু এখনও এই ব্যাপারে কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। এদিকে, খতিয়ে দেখা হচ্ছে যে বিল্ডিংয়ের কোনও পকেটে আগুন ধরে আছে কিনা। আশঙ্কা থাকে যে সেখান থেকে পড়ে আগুন ছড়িয়ে পড়বে। তাই কোনও ঝুঁকি না নিয়ে গোটা আবাসনে নজরদারি চালানো হচ্ছে।