পরপর বাড়িতে আগুন, আবার উত্তেজনা ছড়াল মণিপুরজুড়ে

পরপর বাড়িতে আগুন, আবার উত্তেজনা ছড়াল মণিপুরজুড়ে

ইম্ফল: চরম উত্তেজনার পর মাঝে কিছুটা শান্ত ছিল রাজ্য। কিন্তু গত সপ্তাহ থেকে আবার উত্তপ্ত হওয়া শুরু করেছে মণিপুর। মঙ্গলবার গভীর রাতে বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটল ফের। ঘটনায় এক জন মারা গিয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গুরুতর আহত ২। রাজ্যের বিষ্ণুপুর জেলার ফউবাকচাও এলাকায় এই ঘটনা ঘটেছে। 

কয়েকদিন আগেই মণিপুরের রাজধানী ইম্ফলের চেকন অঞ্চলে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। উত্তেজনা এতটাই বেশি যে সেনা এবং আধা সামরিক বাহিনীকে তলব করা হয়েছিল। এও শোনা গিয়েছে, পুনরায় জারি হয়েছে কার্ফুও। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, নিত্যপ্রয়োজনীয় কাজ করার জন্য কিছু সময়ের জন্য কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গত রাতের ঘটনায় আদতে ক’জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। মণিপুরের মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্তদের তালিকায় আনা যায় কি না তা খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশের বিরোধিতা শুরু হয় রাজ্যে। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু হয় মণিপুরে।