আহমেদাবাদ: সংক্রমণে রক্ষে নেই, এবার দেশের আরো এক হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল একাধিক করোনাভাইরাস আক্রান্ত রোগীর। এবার ঘটনাটি ঘটেছে গুজরাটের ভরুচে। সেখানের একটি কোভিড হাসপাতালে আগুন লাগার কারণে মৃত্যু হয়েছে ১৮ জন ভাইরাস আক্রান্ত রোগীর। গতকাল মধ্য রাতে আগুন লাগে ওই হাসপাতালে। যদিও কী ভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়।
জানা গিয়েছে, ওই হাসপাতালে ৫০ জন কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসা চলছিল। গতকাল মধ্যরাতে আচমকা আগুন লাগার ফলে কয়েক জন রোগীকে উদ্ধার করা গেলেও বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি। দ্রুত দমকল আসায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও সেই সময়ের মধ্যেই ১২ জন ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল বলে খবর। পরবর্তী ক্ষেত্রে জানা যায়, আরো ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত পুরোপুরি স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে যে, শর্ট সার্কিটের ফলেই ওই হাসপাতালে আগুন লাগে। যদিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এইভাবে হাসপাতালে আগুন লেগে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এর আগে একাধিক রাজ্যের বিভিন্ন হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সেই কারণে একাধিক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বারবার এইভাবে হাসপাতালে আগুন লেগে যাওয়ার ঘটনায় অবশ্যই আতঙ্ক কাটছে সাধারণ মানুষের মধ্যে। যদিও সব ক্ষেত্রে শর্ট-সার্কিট বলে অনুমান করা হচ্ছে, কিন্তু বারংবার বড় বড় হাসপাতালে কেন শর্ট সার্কিটের মতো সমস্যা তৈরি হবে সেই নিয়েও প্রশ্ন উঠছে।
Gujarat| Fire breaks out at a COVID-19 care centre in Bharuch. Affected patients are being shifted to nearby hospitals. Details awaited. pic.twitter.com/pq88J0eRXY
— ANI (@ANI) April 30, 2021