‘দেশ বিরোধী কাজ’, ‘তছরুপে’র অভিযোগ, মেধা পাটকরের বিরুদ্ধে FIR

‘দেশ বিরোধী কাজ’, ‘তছরুপে’র অভিযোগ, মেধা পাটকরের বিরুদ্ধে FIR

ভোপাল: আদিবাসী সম্প্রদায়ের শিশুদের শিক্ষার জন্য সংগৃহীত তহবিলের অপব্যবহার, একইসঙ্গে দেশবিরোধী কাজে মদত দেওয়া। সম্প্রতি ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তথা সমাজকর্মী মেধা পাটকরের বিরুদ্ধে এমনই সব গুরুতর অভিযোগ এনেছে মধ্যপ্রদেশ পুলিশ।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই মেধা সহ মোট ১১ জনের বিরুদ্ধে ১৩ কোটি টাকা তছররূপের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি, মেধার মদতেই নর্মদা নবনির্মাণ অভিযানের জন্য সংগৃহীত টাকা দেশবিরোধী কার্যকলাপে ব্যবহৃত হয়েছে। জানা যাচ্ছে এই সমস্ত অভিযোগের উপর ভিত্তি করেই সমাজকর্মী মেধা পাটকরের বিরুদ্ধে আইপিসি ৪২০ ধারায় মামলার রুজু করেছে পুলিশ। তবে এই যাবতীয় অভিযোগ অস্বীকার করে মেধা জানিয়েছেন, অভিযোগকারী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএসের ছাত্র শাখার সঙ্গে জড়িত। তাই মেধা পাঠকরের নামে ইচ্ছা করে এই ধরনের কুৎসা রটানো হচ্ছে।

মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে খবর, প্রীতম রাজ বাদলে নামের এক জৈনিক ব্যক্তি সম্প্রতি এই স্বনামধন্য সমাজকর্মীর বিরুদ্ধে এমন সব গুরুতর অভিযোগ এনেছেন। ইতিমধ্যেই তিনি থানাতেও মেধা পাটকরের নামে এফআইআর দায়ের করেছেন। তার অভিযোগ, মেধা নিজেকে সমাজকর্মী দাবি করে সাধারণ মানুষকে ভুল পথে চালনা করার চেষ্টা করছেন। এর সঙ্গেই ওই ব্যক্তি জানিয়েছেন, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের আদিবাসী শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার অছিলায় তিনি কয়েক কোটি টাকা সংগ্রহ করেছেন এবং সেই টাকাই বর্তমানে মেধা দেশবিরোধী কাজে ব্যবহার করছেন।

তবে এই ঘটনা প্রসঙ্গে মেধা সাফ জানিয়েছেন, ‘আর্থিক বিষয়গুলি নিয়ে আমাদের কাছে যাবতীয় অডিট রিপোর্ট রয়েছে। আমরা কোনও বিদেশি অনুদান গ্রহণ করি না এবং সম্প্রতি আমাদের ব্যাংক অ্যাকাউন্টেরও অডিট করা হয়েছে। ইতিমধ্যে এই ধরনের একটি মামলায় দিল্লি লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধেও আমরা জিতেছি। তাই আগামিতেও আমাদের কাছে সব ধরনের প্রশ্নের উত্তর প্রস্তুত থাকবে। অতীতেও আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে এবং আগামী দিনেও এমনভাবেই আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হবে বলে দাবি ওই সমাজ কর্মীর।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eleven =