অনুপম খের, অক্ষয় খান্না এবং ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হল বিহারে। “দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার” ফিল্মে প্রাক্তন প্রধনমন্ত্রী মনমোহন সিং সম্পর্কে অসত্য কথা বলা হয়েছে বলে অভিযোগ করেছেন এক আইনজীবী। তারই ভিত্তিতে মজফফরপুরের আদালত কান্তি থানাকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। ওই আইনজীবী সুধীরকুমার ওঝা তাঁর অভিযোগে বলেছেন, ফিল্মটিতে নেতাদের খারাপভাবে দেখানো হয়েছে। অনুপম খের ও অক্ষয় খান্না ছাড়াও এফআইআরে সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, লালুপ্রসাদের চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের নামও রয়েছে। ফিল্মের প্রযোজক, পরিচালক ও সংশ্লিষ্ট অন্যদের নামেও এফআইআর হয়েছে। ১১ জানুয়ার ফিল্মটির মুক্তি পাওয়ার কথা।
অনুপম খেরের বিরুদ্ধে FIR দায়ের, কেন জানেন?
অনুপম খের, অক্ষয় খান্না এবং ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হল বিহারে। “দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার” ফিল্মে প্রাক্তন প্রধনমন্ত্রী মনমোহন সিং সম্পর্কে অসত্য কথা বলা হয়েছে বলে অভিযোগ করেছেন এক আইনজীবী। তারই ভিত্তিতে মজফফরপুরের আদালত কান্তি থানাকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। ওই আইনজীবী সুধীরকুমার ওঝা তাঁর অভিযোগে বলেছেন, ফিল্মটিতে নেতাদের খারাপভাবে দেখানো হয়েছে। অনুপম