ধর্ষণ করে খুনের হুমকি, সাইবার সেলের FIR দায়ের সুশান্তের বান্ধবী রিয়ার

ধর্ষণ করে খুনের হুমকি, সাইবার সেলের FIR দায়ের সুশান্তের বান্ধবী রিয়ার

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার এক মাস কেটে যাওয়ার পর বান্ধবী রিয়া চক্রবর্তী পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। প্রয়াত অভিনেতার সঙ্গে কিছু অদেখা ছবি পোস্ট করে লিখেছিলেন সুশান্তই তাঁকে প্রেমের মানে বুঝিয়েছেন, ভালবাসতে শিখিয়েছেন। পোস্টে অমিত শাহের কাছে সিবিআই তদন্তেরও দাবি করেছিলেন রিয়া। সেই পোস্ট নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। অনেকেই বিষয়টিকে 'লোক দেখানো' বলে ব্যাখ্যা করেছিলেন। এর এবার সুশান্তকে নিয়ে সেই পোস্টের জন্যই সম্ভবত ধর্ষণ ও খুনের হুমকি পেলেন রিয়া।

ইনস্টাগ্রামে সেই স্ক্রিন শট শেয়ার করেন অভিনেত্রী। পোস্টে তিনি লিখেছেন, তাঁকে খুনি বলা হয়েছে, অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে। কিন্তু তিনি কিছু বলেননি। কিন্তু তাঁর চুপ থাকা মানে এই নয় যে কেউ তাঁকে ধর্ষণ আর খুনের হুমকি দেবে। তিনি প্রশ্ন তোলেন, যিনি পোস্টটি করেছেন, তিনি নিজে জানেন যে তিনি কী লিখেছেন? তাঁর লেখার গুরুত্ব তিনি নিজে বুঝেছেন? এই ধরনের অশালীনতা যে বরদাস্ত নয়, তা জানিয়ে দিয়েছেন রিয়া।

এরপরই তিনি মুম্বাই পুলিশের সাইবার সেলে এনিয়ে অভিযোগ করেন। দায়ের হয় এইআইআর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভারতীয় দণ্ডবিধির ৫০৭ (একটি বেনামে ভয় দেখানো), ৫০৯ (কোনও মহিলার বিনয়ের সুযোগ নিয়ে অবমাননা) ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। সান্তাক্রুজ থানার সিনিয়র ইন্সপেক্টর শ্রীরাম কোরেগাঁওকার একথা জানিয়েছেন। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তার করা হয়নি।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে পুলিশের সন্দেহ যাদের উপর, তার মধ্যেমণি রিয়া। ইতিমধ্যেই রিয়াকে ডেকে তাঁর জবানবন্দি নেওয়া হয়েছে। তবে তাতে সন্তুষ্ট হয়নি পুলিশ। তাঁকে আবার ডাকা হতে পারে বলে সূত্রের খবর। বর্তমানে পুলিশের সন্দেহের মূলে রয়েছে রিয়ার মাসিক খরচ। তার পরিমাণ দেখে বেগতিক ঠিক দেখছেন না আধিকারিকরা। জানা গিয়েছে সুশান্তের অ্যাকাউন্ট থেকেই নাকি নিয়মিত খরচ করতেন রিয়া। বেশ কিছু কাগজপত্রেও নাকি রয়েছে সেই প্রমাণ। তার উপর কিছু কাগজপত্র লোপাটও হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। অনেক টাকার হিসেব পাচ্ছে না তারা। কিছু বিলও নিখোঁজ। আর সেই কারণেই রিয়াকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। তাঁর কাছে খরচের ব্যাপারে জানতে চাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 3 =