সকালে ‘অমিত পুলিশ’কে ভর্ৎসনা, রাতে বদলি বিচারপতি, সিলমোহর রাষ্ট্রপতির

সকালে ‘অমিত পুলিশ’কে ভর্ৎসনা, রাতে বদলি বিচারপতি, সিলমোহর রাষ্ট্রপতির

a070b357faabaf9efb02bbf323d1a6f7

নয়াদিল্লি: পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বদলি হলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর৷ দিল্লির অশান্তি নিয়ে কড়া নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিচারপতির বদলি৷

বুধবার দিল্লি হাইকোর্ট সংঘর্ষ মামলার শুনানিতে বিচারপতি এ মুরলীধর বিজেপির চার নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দেন৷ মামলার শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা পুলিশের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ আর তারপরই মধ্য রাতে বদলির নির্দেশ দিয়ে শুরু হয়েছে জল্পনা৷

সুপ্রিম কোর্টের কলেজিয়ামে ১২ তারিখের সুপারিশে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এর আগে শেষ শুনানিতে দিল্লি হিংসা মামলায় বিচারপতি এস মুরলীঘর সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি কোনোভাবেই করতে চান না হিংসা আরও বৃদ্ধি পাক৷ আর সেই কারণে উস্কানি দেওয়ার জন্য বিজেপির চার নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন তিনি৷ বদলির আগের শেষ কর্ম দিনে দিল্লির অশান্তি নিয়ে উল্লেখযোগ্য নির্দেশ দেন বিচারপতি মুরলীধর৷ বিজেপি নেতা কপিল মিশ্র, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর, বিজেপি সাংসদ প্রদেশ বর্মা, বিজেপি বিধায়ক অভয় বর্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেন তিনি৷