করোনা জয়ে দেশ জ্বালাল প্রদীপ, বিজেপি নেত্রী ছুড়লেন গুলি, বেপরোয়া উল্লাস

করোনা জয়ে দেশ জ্বালাল প্রদীপ, বিজেপি নেত্রী ছুড়লেন গুলি, বেপরোয়া উল্লাস

5d4219e10b87022106e1a5ad4e120c3f

লখনউ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রবিবার ৯ মিনিট বাতি জ্বালানোর আবেদন জানিয়েছিলেন। আর সেই আবেদনে সাড়া দিয়ে ভারতবাসী যখন ঘরের আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালাতে ব্যস্ত, তখন গুলি চালিয়ে সমালোচনার মুখে উত্তরপ্রদেশের বিজেপি নেত্রী মঞ্জু তিওয়ারি। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যদিও এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের বলরামপুরের বিজেপি নেত্রী মঞ্জু তিওয়ারি রবিবার রাতে শূন্যে গুলি চালানোর ভিডিও টুইটারে পোস্ট করেন। নিমেষেই সেই ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, প্রকাশ্যে শূন্যে তাগ করে গুলি চালাচ্ছেন মঞ্জু তিওয়ারি। আর তাতে আনন্দ প্রকাশও করেন কেউ। সংবাদসূত্রে জানা গেছে, ওই রিভলভারটি তাঁর স্বামীর। বলরামপুর পুলিশের তরফে জানানো হয়েছে, ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৮৬ ধারা অনুসারে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনার জন্য বিজেপি তাঁকে সাসপেন্ড করেছে বলেই জানা গেছে। তবে এর জন্য ক্ষমা চেয়েছেন মঞ্জু তিওয়ারি।

কেন তিনি এই কাজ করেছেন, তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, 'যখন আমি বাড়ির বাইরে এলাম, দেখলাম গোটা শহর প্রদীপ ও বাতিতে সেজে উঠেছে। এই দৃশ্য দেখে দীপাবলির মতো উত্তেজনা কাজ করছিল আমার মধ্যে।' তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা। বিজেপি-র মহিলা জেলা অধ্যক্ষ পদে থাকা সত্ত্বেও মঞ্জু তিওয়ারি কীভাবে এই ধরনের কাজ করতে পারেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার রাত ৯টায় দেশবাসীকে ঘরের সব আলো বন্ধ করে দরজার সামনে বা ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ অথবা মোবাইলের ফ্ল্যাশ আলো জ্বালানোর কথা বলেছিলেন। দেশবাসীর কাছে তার জন্য ৯ মিনিট চেয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে খোদ বিজেপি নেত্রীই যদি এহেন আচরণ করেন, তাহলে দেশবাসীর কাছেও ভুল বার্তা যাবে বলে আশঙ্কা নেটিজেনদের একাংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *