সম্প্রদায়িক উসকানি ছড়ানোর অভিযোগ, আঁখি দাসের বিরুদ্ধ এফআইআর

সম্প্রদায়িক উসকানি ছড়ানোর অভিযোগ, আঁখি দাসের বিরুদ্ধ এফআইআর

রায়পুর: ফেসবুক বিজেপির প্রতি নরম অবস্থান নিয়েছে।  মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ফেসবুকের অস্বস্তি বেড়েছে তা নয়, বিরোধীরা এই প্রতিবেদনকে হাতিয়ার করে আসরে নেমেছে৷  এই পরিস্থিতির মধ্যেই ছত্তিসগড় পুলিশ ফেসবুকের ভারতের দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার পাবলিক পলিসির আধিকারিক আঁখি দাসের নামে এফআইআর দায়ের করেছে৷

আরও পড়ুন- সরকারি চাকরিতে রাজ্যের প্রার্থীদের অধিকার, নয়া আইন আনছেন মুখ্যমন্ত্রী

রায়পুরের সাংবাদিকে আওয়েশ তিওয়ারির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়পুরের কবীরনগর থানায় পুলিশ৷ আঁখি-সহ তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ, ৫০৫ (১) (সি), ৫০৬ এবং ৫০০-র মতো ধারায় মামলা রুজু করা হয়েছে।  আওয়েশ নামের এই সাংবাদিকের বিরুদ্ধে আগে দিল্লির আইটি সেলে আঁখি দাস অভিযোগ দায়ের করেছিলেন।

আরও পড়ুন- সুখবর! পুজোর আগে কমতে পারে রান্নার গ্যাসের দাম

অভিযোগে আওরেশ জানিয়েছেন, বিজেপির প্রতি ফেসবুক নরম অবস্থান নিয়েছেন৷ ওয়াল স্ট্রিট নামের মার্কিন দৈনিক এই খবর প্রকাশ করেছিল। তিনি সেই খবরটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন৷ এরপর আঁখি দাসের সমর্থনে দুই জন এগিয়ে আসেন৷ তাঁরা দাবি করেন, আঁখি দাস হিন্দু৷  তিনি কেন দেশদ্রোহীদের সমর্থন করবেন৷ জেএনইউকে সমর্থন করবেন৷ তিনি মুসলিমদের প্রতি কেন সহানুভূতিশীল হবেন৷ তাই তিনি হিন্দুদের ভালো ভালো কথা প্রকাশ করছেন৷ তিনি অভিযোগ করেন, এরপর থেকেই আঁখি দাসের সমর্থকরা তাঁকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন৷ তাঁকে ধ্বংস করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে আওরেশ অভিযোগ করেছেন৷ তিনি অভিযোগ করতে থাকেন, আঁখি, রাম ও বিবেক সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে চাইছেন৷ তিনি জানিয়েছেন,  ভয়ের মধ্যে তাঁকে কাটাতে হচ্ছে। তাঁর জীবন বিপদের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =