নয়াদিল্লি: অভিজ্ঞ মন্ত্রীর খোঁজে নরেন্দ্র মোদি ও অমিত শাহ। অরুণ জেটলি মন্ত্রী হবেন না। সুষমা স্বরাজ অনিশ্চিত। এমনকী তিনি মন্ত্রিসভায় এলেও সক্রিয় থাকা সম্ভব নয় তাঁর পক্ষে। এমতাবস্থায় মোদির হাতে সেরকম অভিজ্ঞ নেতার একান্তই অভাব।
আর তাই সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে পরাজিত মুখ্যমন্ত্রীদের মন্ত্রী করা হবে কি না সেই ভাবনাচিন্তা চলছে। শিবরাজ সিং চৌহান, রামন সিং এবং বসুন্ধরা রাজে সিন্ধিয়াদের নতুন মন্ত্রিসভায় আনা হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই তিনজনের সেরকম অভিজ্ঞতা না থাকলেও, প্রশাসন তথা সরকার পরিচালনার বিপুল অভিজ্ঞতা রয়েছে তাঁদের।
রামন সিং এবং শিবরাজ সিং চৌহানের লাগাতার ১৫ বছর ধরে রাজ্য পরিচালনা করেছেন। আর রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার জাতীয় স্তরের পরিচিতি রয়েছে। সুতরাং কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই তিনজনের যোগদান সরকারের পক্ষে যথেষ্ট সহায়ক হবে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কে হবেন সেটাও নতুন করে ভাবা হচ্ছে। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে সম্ভবত অজিত দোভালই রয়ে যাচ্ছেন। বস্তুত এমনও শোনা যাচ্ছে, তাঁর অধিকার ও দায়িত্ব আরও বৃদ্ধি করা হতে পারে। অর্থাৎ আরও বেশি করে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রেও দোভালকে গুরুদায়িত্ব দেওয়া হতে পারে।