পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ঘোষণা, অন্ধ্র ও বিহারের উন্নয়নেও দরাজ কেন্দ্র

নয়াদিল্লি: দেশের পূর্ব প্রান্তের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নয়নে বিশেষ গুরুত্ব কেন্দ্রের। তৈরি হবে কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক। বাজেটে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা…

নয়াদিল্লি: দেশের পূর্ব প্রান্তের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নয়নে বিশেষ গুরুত্ব কেন্দ্রের। তৈরি হবে কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক। বাজেটে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্যেও ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকেও। চলতি অর্থবর্ষেই অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা পাবে অন্ধ্র। মূলত অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণ কাজের জন্যেই এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রসঙ্গত, বিহারের জেডিইউ এবং অন্ধ্রের টিডিপি কেন্দ্রের মোদী সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল।