অসংগঠিত শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ, স্বাস্থ্যকর্মীদের বিমা ঘোষণা অর্থমন্ত্রীর

অসংগঠিত শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ, স্বাস্থ্যকর্মীদের বিমা ঘোষণা অর্থমন্ত্রীর

 

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার বড়সড়ো আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে গরিব, দিন মজুর, শ্রমিক পরিবারের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেন তিনি৷ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ একই সঙ্গে করোনা মোকাবিলায় যুক্ত  চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীদের জন্য মোটা অঙ্কের বিমা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷

এদিন সাংবাদিক বৈঠক করে অসংগঠিত শ্রমিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ করারও ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ একই সঙ্গে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য আগামী তিন মাসের জন্য মাথাপিছু ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা৷ পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় গরিব মানুষকে খাদ্য বিলির ব্যবস্থা করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী অন্ন যোজনার আওতায় আগামী তিন মাসের জন্য বিনামূল্যে অতিরিক্ত ৫ কেজি চাল দেওয়া ঘোষণা করা হয়েছে৷

করোনা মোকাবিলায় যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাঁদের জীবন বীমার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷ চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক ও আশা কর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনার ঘোষণা করে অর্থমন্ত্রী জানিয়েছেন, দারিদ্রদের সাহায্য পৌঁছে দেওয়া জন্য এই যোজনা কাজ করবে৷ একইসঙ্গে ৮০ কোটি গরিব মানুষের জন্য ৫ কেজি চাল বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =