অবশেষে বিজয় মালিয়াকে অপরাধী বলে ঘোষণা

বিজয় মালিয়াকে পলাতক অর্থনৈতিক অপরাধী বলে ঘোষণা করা হল। পলাতক অর্থনৈতিক অপরাধী আইনে এই প্রথম কাউকে অভিযুক্ত করা হল। মুম্বইয়ের বিশেষ অর্থপাচার প্রতিরোধ আদালত এই ঘোষণা করেছে। ইডির আবেদনক্রমে এই আদেশ। এই নতুন আইনের বলে মালিয়ার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার পেল ইডি। এই আইনে কেউ দেশে আর্থিক অপরাধ করে বিদেশে পালিয়ে গেলে এবং বিচারের

অবশেষে বিজয় মালিয়াকে অপরাধী বলে ঘোষণা

বিজয় মালিয়াকে পলাতক অর্থনৈতিক অপরাধী বলে ঘোষণা করা হল। পলাতক অর্থনৈতিক অপরাধী আইনে এই প্রথম কাউকে অভিযুক্ত করা হল। মুম্বইয়ের বিশেষ অর্থপাচার প্রতিরোধ আদালত এই ঘোষণা করেছে। ইডির আবেদনক্রমে এই আদেশ। এই নতুন আইনের বলে মালিয়ার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার পেল ইডি।

এই আইনে কেউ দেশে আর্থিক অপরাধ করে বিদেশে পালিয়ে গেলে এবং বিচারের জন্য আদালতে না এলে কিংবা জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলে তাকে পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করা যায়। সরাসির তার মামলায় জড়িত নয়, এমন সম্পত্তিও এবার ইডি বাজেয়াপ্ত করতে পারবে। ফলে কর্নাটাক েবং ব্রিটেনে মালিয়ার সব সম্পত্তি যা এখনও বাজেয়াপ্ত করা যায়নি, সেগুলিরও দখল নিতে পারবে। মালিয়া ৯০০০ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতি এবং করফাঁকির একাধিক মামলায় অভিযুক্ত। ২০১৬ সাল থেকেই ভারত মালিয়াকে লন্ডন থেকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। মালিয়াকে ব্রিটিশ পুলিশ গ্রেফতার করলেও তিনি জামিনে মুক্ত রয়েছেন। তেব লন্ডনের কোর্ট তাঁকে দেশে ফেরানোয় সম্মতি দেওয়ার পর অবস্থা পাল্টেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 1 =